Arindam Sil

‘মাফিয়ারাজ’ নেই, বরং পাশে থাকে পুলিশ: রুদ্রনীলকে অরিন্দম, টলিউডে নারদ-নারদ

বিজেপি-তে যোগ দিয়ে টলিউডে ‘মাফিয়ারাজ’ চলছে বলে অভিযোগ করেছিলেন রুদ্রনীল ঘোষ। সেই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন অরিন্দম শীল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪৮
রুন্দ্রনীল ঘোষ এবং অরিন্দম শীল।

রুন্দ্রনীল ঘোষ এবং অরিন্দম শীল।

টলিউডে ‘মাফিয়ারাজ’ চলছে। বৃহস্পতিবার এমনই অভিযোগ করেছিলেন রুদ্রনীল ঘোষ। শুক্রবার এই অভিযোগ নস্যাৎ করে দিলেন পরিচালক অরিন্দম শীল। তাঁর বক্তব্য, কলকাতায় সিনেমা তৈরির পরিবেশ ভারতের অন্য যে কোনও জায়গার থেকেই ভাল।

বৃহস্পতিবার হাওড়ায় বিজেপি-র দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রুদ্রনীল। সেখানেই তিনি অভিযোগ করেন, ‘মাফিয়া’-দের নিয়ন্ত্রণে চলছে টলিপাড়া। তাঁর ইঙ্গিত, একটি ছবি বানাতে যত কলাকুশলী লাগে, তার চেয়ে অনেক বেশি কর্মী নিয়োগ করতে বাধ্য করা হয় প্রযোজকদের। সেই কারণেই প্রযোজকরা এখানে কাজ করতে চান না।

Advertisement

যদিও এই কথার সঙ্গে একেবারেই একমত নন অরিন্দম। ‘মাফিয়ারাজ’ শব্দটায় আপত্তি আছে জানিয়ে তিনি বলেন, ‘‘আমি তো শান্তিতেই কাজ করতে পারছি। এমনকি বাইরে থেকে পরিচালকরা এসে কলকাতায় কাজ করে যাচ্ছেন। অনেকেই জানতেও পারছেন না।’’

অরিন্দমের কথায়, সিনেমার তৈরির পরিবেশের বিচারে কলকাতা দেশের বহু শহরের চেয়েই এগিয়ে থাকবে। এর কৃতিত্বের অনেকখানিই তিনি দিতে চান শহরের পুলিশ প্রশাসনকে। ‘‘কলকাতায় কাজ করা অনেক সহজ। কারণ পুলিশের তরফে খুবই সহযোগিতা করা হয়। কোনও সমস্যার মুখোমুখি হতে হয় না’’, বললেন অরিন্দম।

হালে বিক্রম ঘোষ এবং হরিহরণের একটি মিউজিক ভিডিয়োর পরিচালনার দায়িত্ব সামলেছেন অরিন্দম। কলকাতার কলাকুশলীদের নিয়েই সেই কাজ করেছেন তিনি। বলেছেন, অত্যন্ত ভাল ভাবেই মিটিছে সেই কাজ। কাজ করার সময় কলকাতার পুলিশ, শিল্পীরা তো বটেই, সাধারণ মানুষের থেকেও সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement