Naga Chaitanya-Sobhita Dhulipala

ওটিটি-তে নাগা-শোভিতা! সাধারণ মানুষ কি দেখতে পাবেন বিয়ের রূপকথা, খরচ কত?

মনে করা হচ্ছে, বিবাহবাসর এমন কোনও জায়গায় করতে চাইছেন নাগা-শোভিতা, যাতে পরিবারের সমস্ত বয়স্ক মানুষও সহজে যোগ দিতে পারেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১১:৫৯
Image of Naga Chaitanya and Sobhita Dhulipala

আগামী ৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমের দৌলতে বিবাহ নামক সামাজিক অনুষ্ঠানটি এখন আরও বৃহত্তর মঞ্চ পেয়েছে। পরিবার, বন্ধুদের বাইরেও বিবাহ আচার এখন ‘ভাইরাল’ একটি বিষয়। কে কেমন সাজলেন, কে সাজ পরিত্যাগ করলেন, কার বিয়েতে কেমন আড়ম্বর, এমনকি কার বিয়ে একেবারে অনাড়ম্বর— সবই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে হু হু করে। তা বর-কনে খ্যাতনামী হোন বা না হোন! বহু সাধারণ মানুষ শুধু বিবাহ অনুষ্ঠানের চমক প্রদর্শন করেই খ্যাতনামী হয়ে ওঠার স্বপ্ন দেখেন আজকাল।

Advertisement

গত পাঁচ বছরে বলিউড তারকাদের বিয়ে নিয়ে যথেষ্ট হইচই হয়েছে সারা ভারতে। বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট-রণবীর সিংহ, কিয়ারা-সিদ্ধার্থ বা রাজকুমার রাও-পত্রলেখা— এক এক জন তারকা বিয়ে করেছেন এক এক রকম ভাবে। আর সবই গোগ্রাসে গিলেছেন দর্শক-ক্রেতা। দক্ষিণী সুপারস্টার নয়নতারা ও বিঘ্নেশ শিবনের রাজকীয় বিবাহের মূহূর্ত বিক্রয় হয়েছে ওটিটি প্লাটফর্মে। সম্প্রতি তা প্রকাশ পেয়েছে তথ্যচিত্র রূপে। আর তার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে— হয়তো শোভিতা ধূলিপালা ও নাগা চৈতন্যর বিয়েতেও তেমন কিছুই ঘটতে চলেছে।

গত চার বছরের প্রেমকে অবশেষে স্বীকৃতি দিতে চলেছেন নাগা-শোভিতা। দীর্ঘ দিন ধরে জল্পনা চলছিল কবে তাঁদের বিয়ে, তা নিয়ে। শেষ পর্যন্ত জানা গিয়েছে ৪ ডিসেম্বর বিয়ে। কিন্তু কোথায় বিবাহবাসর, কারা নিমন্ত্রিত, কেমন আয়োজন, তার কিছুই জানা যায়নি। এরই মধ্যে খবর রটেছে, নেটফ্লিক্সের কাছে ৫০ কোটি টাকায় বিয়ের ভিডিয়ো স্বত্ব বিক্রি করতে চলেছেন দম্পতি। কিন্তু সত্যিই কি তাই?

ঘনিষ্ঠ সূত্রে খবর, এমন কিছুই হবে না নাগা-শোভিতার বিয়েতে। বরং আক্কিনেনি পরিবারের রীতি মেনে একেবারে পারিবারিক রাখা হবে এই বিবাহ অনুষ্ঠান। দম্পতির এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, নাগা-শোভিতা চান তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ এই দিনটি একেবারে ব্যক্তিগত রাখতে। ফলে ‘ওয়েডিং ফিল্ম’-এর প্রশ্ন নেই। এর আগে বাগ্‌দানের অনুষ্ঠানের সময় শোভিতা নিজেও জানিয়েছিলেন, তিনি চান খুব সাদামাঠা ভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করতে।

নাগা-শোভিতা দু’জনেই মাটির মানুষ, জানিয়েছেন ওই ঘনিষ্ঠ ব্যক্তি। তাঁর দাবি, বিবাহ অনুষ্ঠান সাদামাঠা রাখলেও তাতে নিষ্ঠার কোনও অভাব হবে না। একটি সূত্র বলছে, “নেটফ্লিক্স বা অন্য কোনও প্লাটফর্মে ভিডিয়ো স্বত্ব বিক্রি করার খবর একেবারেই ভিত্তিহীন। সত্যের সঙ্গে এর কোনও যোগ নেই। আক্কিনেনি পরিবারের রীতি মেনে নাগা-শোভিতার বিয়ে হবে পবিত্র ও আনন্দময়।” তিনি দাবি করেছেন, নাগা-শোভিতা চান তাঁদের ভক্তেরা যেন এই ধরনের গুজবে একেবারেই কান না দেন।

জানা গিয়েছে, নাগা-শোভিতা চাইছেন আক্কিনেনি নাগেশ্বর রাও (নাগা চৈতন্যর ঠাকুরদা) পারিবারিক ঐতিহ্য ও সম্মান বজায় রেখে বিয়ে করতে। মনে করা হচ্ছে, বিবাহবাসর এমন কোনও জায়গায় করতে চাইছেন তাঁরা যাতে পরিবারের সমস্ত বয়স্ক মানুষও সহজে যোগ দিতে পারেন। নিমন্ত্রিতদের মধ্যেও থাকবেন পরিবার, বন্ধু, সহকর্মীরা।

Advertisement
আরও পড়ুন