US Presidential Election 2024

‘কমলা একদিন প্রেসিডেন্ট হবেন’, এক যুগ আগে মল্লিকার করা ভবিষ্যদ্বাণী কি আদৌ সত্যি হবে!

হলিউডে ভাগ্যের শিকে ছেড়ার জন্য বেশ দৌড়দৌড়ি করেছেন মল্লিকা। সেই সময় এক বার কমলার সঙ্গে সাক্ষাৎ হয় মল্লিকার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৭:৫১
(বাঁ দিকে) কমলা হ্য়ারিস। মল্লিকা শেরাওয়াত (ডান দিকে)  ।

(বাঁ দিকে) কমলা হ্য়ারিস। মল্লিকা শেরাওয়াত (ডান দিকে) । ছবি: সংগৃহীত।

আমেরিকায় ভোটযুদ্ধে লড়ছেন তামিলনাড়ুর মেয়ে কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী কমলা জো বাইডেনের উত্তরসূরি হতে পারবেন কি না, মঙ্গলবারই তা নির্ধারণ করবেন আমেরিকার মানুষ। কিন্তু আজ থেকে প্রায় ১৫ বছর আগেই কমলাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। অভিনেত্রী সাফ বলেন, “কমলা একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন।”

Advertisement

বলিউডে সাফল্য পাওয়ার পর বেশ কয়েক বছর হলিউডে ভাগ্যের শিকে ছেড়ার জন্য বেশ দৌড়দৌড়ি করেছেন মল্লিকা। সেই সময় একবার কমলার সঙ্গে সাক্ষাৎ হয় অভিনেত্রী। তিনি কমলার সঙ্গে দেখা করে ফেরার পর তৎকালীন টুইটারে লেখেন, “দারুণ লাগল কমলা হ্যারিসের সঙ্গে দেখা করে। লোকে বলেন এই মহিলা একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন।” এটা যে সময়কার কথা, তখন কমলা ছিলেন সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। এর পর কমলার চরিত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি ছবি করেন মল্লিকা। সেটা ২০১১ সাল, ছবিটির নাম ‘পলিটিক্স অফ লভ’। সেই মল্লিকা বলেন, “আমি আমার এই ছবির চরিত্রটির জন্য অনুপ্রেরণা নিয়েছিলাম কমলা হ্যারিসকে দেখে।”

এত বছর পর মল্লিকার কথা সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা নাকি অনেকাংশেই কমলাকে সমর্থন করছেন। ঘরের মেয়ে বলে কথা!

অধুনা চেন্নাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে তিরুভারুর জেলার একটি অখ্যাত গ্রাম নাম থুলাসেন্দ্রাপুরম। এই গ্রামেই জন্মেছিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলার মাতামহ পিভি গোপালন। পরে তিনি চেন্নাই চলে যান। আরও পরে ভারতীয় কূটনীতিক হিসাবে জাম্বিয়ায় চলে যান তিনি। কমলার মা শ্যামলা গোপালনের সঙ্গেও সে অর্থে এই গ্রামের কোনও নিবিড় যোগ নেই। কারণ বাবার কর্মসূত্রে বিভিন্ন দেশে ঘুরলেও এই গ্রামে সে ভাবে আর ফেরা হয়নি শ্যামলার। তবু গ্রামের বাসিন্দারা মনে করেন কমলা তাঁদের ঘরের মেয়ে। এ বার দেখার, মল্লিকার কমলাকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না!

Advertisement
আরও পড়ুন