Vijay Deverakonda

১২ ঘণ্টা ধরে ইডির জিজ্ঞাসাবাদ! বেরিয়ে কী বললেন বিজয় দেবেরাকোন্ডা?

চলতি বছর অগস্ট মাসে মুক্তি পেয়েছিল ‘লাইগার’। যে ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী তারকা বিজয়। সেই ছবিই এখন আইনি সমস্যায়।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ০৮:৫৭
অনন্যা পাণ্ডে এবং বিজয় অভিনীত  ‘লাইগার’ প্রশংসা তো পায়ইনি, উল্টে কয়েক মাসের মধ্যে আইনি সমস্যায় পড়ে।

অনন্যা পাণ্ডে এবং বিজয় অভিনীত ‘লাইগার’ প্রশংসা তো পায়ইনি, উল্টে কয়েক মাসের মধ্যে আইনি সমস্যায় পড়ে। -সংগৃহীত

বুধবার থানায় হাজিরা দিতে গিয়েছিলেন ‘লাইগার’-এর নায়ক, বিজয় দেবেরাকোন্ডা। গত ১২ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিজয়ের দাবি, খ্যাতি বাড়লে এ সবও জীবনের অংশ হয়ে যায়।

চলতি বছর অগস্ট মাসে মুক্তি পেয়েছিল ‘লাইগার’। যে ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী তারকা বিজয়। এ দিকে অনন্যা পাণ্ডে এবং বিজয় অভিনীত সেই ছবি প্রশংসা তো পায়ইনি, উল্টে কয়েক মাসের মধ্যে আইনি সমস্যায় পড়ে। সূত্রের খবর, ছবি বানাতে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। সেই টাকা বৈধ নয় বলেই অভিযোগ ওঠে। তখন টাকার উৎস খতিয়ে দেখতে নির্মাতাদের থেকে শুরু করে নায়ক— একে একে সকলকে তলব করেছিল ইডি।

Advertisement

জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বিজয় অবশ্য ফুরফুরে মেজাজেই। বললেন, ‘‘জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাও আসবে জীবনে। পার্শ্বপ্রতিক্রিয়ার মতো। এটাও অভিজ্ঞতা। আমায় যখন ডাকা হয়েছে, এসে দায়িত্ব পালন করলাম। উত্তর দিয়েছি, যা জিজ্ঞাসা করা হয়েছে। আমাকে আর ডাকবে না।’’

জানা গিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৮টা অবধি চলেছে সেই জিজ্ঞাসাবাদের পর্ব।

‘লাইগার’-এর প্রযোজক চার্মে কউরকেও তলব করা হয়েছিল গত ১৭ নভেম্বর। বিদেশি লেনদেন ব্যবস্থাপক আইন (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) ভঙ্গ করার অভিযোগে 'লাইগার' এখনও সমস্যায়। বৈদেশিক মুদ্রায় এ ছবি বানানো হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement