Vivek Oberoi

বলিউডে সফল হওয়া সত্ত্বেও কাজ ছিল না! সংসার চালাতেন কী ভাবে, জানালেন বিবেক

এক সময়ের সফল অভিনেতা। ধীরে ধীরে বলিউডের মূল স্রোত থেকে হারিয়ে যান। কঠিন সময়ের স্মৃতিচারণা করলেন বিবেক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৭:২৭
Vivek Oberoi recalls income from movies drying up says he faced challenges even after proving skills in Bollywood

বিবেক ওবেরয়। ছবি: সংগৃহীত।

‘কোম্পানি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। একের পর এক হিট ছবিতে অভিনয় করার পরেও এক সময় হাতে কাজ ছিল না বিবেক ওবেরয়ের। কঠিন সময়ে কী ভাবে জীবনযাপন করতেন তিনি? উত্তর দিয়েছেন অভিনেতা।

Advertisement

অভিনয়ে আসার আগে খুবই অল্প বয়সে ব্যবসা শুরু করেন বিবেক। অভিনেতা বলেন, ‘‘তখন আমার ১৫ বছর বয়স। বাবাকে জানিয়েছিলাম, নিজে কিছু করতে চাই।’’ সেই মতো হাত খরচের টাকা জমিয়ে বিবেক শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করেন। অভিনেতার কথায়, ‘‘পাশাপাশি, কিছু ছোটখাটো শো থেকেও উপার্জন করতাম।’’

বিবেক জানান, ১৯ বছর বয়সে বেঙ্গালুরুতে তিনি তাঁর প্রথম কোম্পানি শুরু করেন। কিন্তু দু’বছর পর নিজের অংশ বিক্রি করে তিনি বিদেশে পড়াশোনা করতে চলে যান। দেশে ফিরে এসে শুরু হয় বিবেকের অভিনয় জীবন। ‘কোম্পানি’, ‘সাথিয়া’, ‘মস্তি’ ও ‘ওমকারা’ তাঁর কেরিয়ারের অন্যতম সফল ছবি।

কিন্তু বিবেক জানান, এক সময় সফল হওয়া সত্ত্বেও তাঁকে বলিউডে স্ট্রাগল করতে হয়েছিল। হাতে ছবির প্রস্তাব ছিল না। অভিনেতা বলেন, ‘‘আমার ব্যবসা এবং অনুষ্ঠানে গিয়ে যে টাকা উপার্জন করেছিলাম, তা দিয়ে সংসার চালিয়েছি।’’

বিবেক জানান, বলিউডে যখন তাঁর কাছে আর নতুন কোনও কাজ আসা বন্ধ হল, তার পর থেকে তিনি ব্যবসায় মনোনিবেশ করেন। অভিনেতার কথায়, ‘‘হাল ফেরাতে রিয়েল এস্টেট, তথ্যপ্রযুক্তি কোম্পানিতে ধীরে ধীরে বিনিয়োগ করতে শুরু করি। এই মুহূর্তে কমপক্ষে ২৯টি সংস্থায় আমার বিনিয়োগ রয়েছে।’’

সম্প্রতি রোহিত শেট্টি পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজ়ে দর্শক বিবেককে দেখেছেন। এ ছাড়াও, অভিনেতার বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন
Advertisement