অভিষেক, ঐশ্বর্যা ও সলমন প্রসঙ্গে কী বললেন বিবেক? —ফাইল ছবি।
একের পর এক হিট ছবিতে অভিনয়ের পরেও এক সময় হাতে কাজ ছিল না বিবেক ওবেরয়ের। তাঁর প্রেমজীবন নিয়েও চর্চা হয়েছিল বিস্তর। ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে তাঁর সম্পর্কের কারণে এক সময় সলমন খানের বিরাগভাজন হয়ে পড়েন বিবেক। তার প্রভাব নাকি পড়ে তাঁর অভিনয় জীবনে। ঐশ্বর্যাকে নিয়েই বিবেকের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে কথা কাটাকাটি হয় সলমনের। সে সময় বিবেক এ-ও জানিয়েছিলেন যে, সলমন নাকি তাঁকে হুমকিও দিয়েছিলেন।
বিবেক-ঐশ্বর্যা ও সলমনের ত্রিকোণ সম্পর্ক নিয়ে এক সময় বিস্তর আলোচনা হয়। ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুযোগ কমে যাওয়ায় অন্য পেশা বেছে নিতে বাধ্য হন বিবেক। সম্প্রতি ঐশ্বর্যা ও সলমনের প্রসঙ্গে কী বললেন বিবেক?
নিত্যদিন ঐশ্বর্যা ও অভিষেকের দাম্পত্যের খবর মেলে সমাজমাধ্যমে। বলিপাড়ায় কানাঘুষো, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন চর্চিত দম্পতি। অন্য দিকে, লরেন্স বিশ্নোইয়ের তরফে নিত্যদিন প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন। এর মাঝেই এক সাক্ষাৎকারে বিবেক মন ও সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কথা বলতেই ওঠে ঐশ্বর্যার প্রসঙ্গ। জিজ্ঞেস করা হয় অভিষেকের কথা। তখন অভিনেতা বলেন, ‘‘অভিষেক মানুষটা বড্ড মিষ্টি ও ভাল মানুষ।’’ পাশাপাশি ঐশ্বর্যা ও সলমন প্রসঙ্গে বলেন, ‘‘ঈশ্বর ওদের ভাল করুন।’’ একটা সময় ইন্ডাস্ট্রিতে কাজ কমে আসতে বাধ্য হয়ে ব্যবসায় মন দেন বিবেক। সেই সময় মানতে কষ্ট হলেও, বর্তমান সময়ে দাঁড়িয়ে বিবেক বলেন, ‘‘হয়তো আমার জীবনটাই মেকি হয়ে যেত, যত রাজ্যের ঝুটো মানুষদের মাঝে থেকে। কেউ যদিও আমাকে দুটো বাজে কথাও বলে আমি গায়ে মাখি না। কারণ আমার জীবনের লক্ষ্য আমার কাছে পরিস্কার।’’
২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে চারহাত এক হয় ঐশ্বর্যার। কিন্তু বিবেকের সঙ্গে সলমনের কলহ প্রায় সর্বজনবিদিত। মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। সলমনের কাছে ক্ষমা চেয়েছেন বিবেক।