Aditi Rao Hydari

অদিতিকে দু’দিন ধরে না খেয়ে থাকার নিদান দেন ভন্সালী, নেপথ্য কারণ কী?

যদিও সেই সময় অদিতি সদ্য করোনা থেকে সুস্থ হয়ে সেটে ফিরেছেন অদিতি। তার পরও পরিচালক ভন্সালীর কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৬
(বাঁ দিকে) সঞ্জয় লীলা ভন্সালী (ডান দিকে) অদিতি রাও হায়দরি।

(বাঁ দিকে) সঞ্জয় লীলা ভন্সালী (ডান দিকে) অদিতি রাও হায়দরি। ছবি: সংগৃহীত।

সদ্য বিয়ে করে নতুন জীবনে পা রেখেছেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি। অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি। কিন্তু বিয়ের ঠিক আগেই যেন সমাজমাধ্যম জুড়ে ভাইরাল অভিনেত্রী। নেপথ্যে ‘হীরামন্ডি’ সিরিজ়ে তাঁর গজগামিনী চলন। এই সিরিজ়ে বিব্বো জানের চরিত্রে বেশ সাড়া ফেলে দিয়েছেন অদিতি। বিশেষত ‘সাঁইয়া হটো যাও’ গানে তাঁর অভিব্যক্তি থেকে চলন ২০২৪ সালের প্রথমার্ধ জুড়ে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়।

Advertisement

কিন্তু পর্দায় দেখতে যতটা আকর্ষণীয় লেগেছে অদিতিকে, নেপথ্য গল্পটা কিন্তু অন্য। পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী তাঁর ছবির নায়িকাদের নিয়ে বড্ড খুঁতখুঁতে ও সচেতন। কোনও ধরনের খামতি কিংবা গাফিলতি মোটেও পছন্দ নয় পরিচালকের। এ বার ‘হীরামন্ডি’র শুটিং চলাকালীন অদিতিকে প্রায় উপোস করিয়ে রাখেন তিনি।

সঞ্জয় তাঁর ছবির নায়িকাদের সাজপোশাক থেকে অভিব্যক্তি, সব কিছুর খেয়াল রাখেন। ফাঁকি দেওয়া মোটেই পছন্দ নয় তাঁর। এক সাক্ষাৎকারে অদিতি বলেন, এক দৃশ্যের শুটিংয়ের ব্যাপারে পরিচালকের নাকি কড়া নির্দেশ ছিল— “দুদিন তুমি খাবে না, ঘুমোবে না।” রীতিমতো উপোস করার নির্দেশ দেন ভন্সালী। তাঁর মনে হয়েছিল, ক্ষুধার্ত থাকলেই শুটিংয়ের সময় চোখেমুখে তার ছাপ থাকবে। ওই নির্দিষ্ট দৃশ্যে কাঙ্ক্ষিত নাটকীয়তা ফুটিয়ে তুলতে তার প্রয়োজন ছিল। যদিও সেই সময় অদিতি সদ্য করোনা থেকে সুস্থ হয়ে সেটে ফিরেছেন। তার পরও পরিচালকের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি। অদিতি বলনে, ‘‘সত্যিই এটা কাজ করেছিল। খিদের জ্বালা নিখুঁত ভাবে ফুটে উঠেছিল চোখেমুখে।’’

Advertisement
আরও পড়ুন