Ranbir Kapoor

কিশোর কুমারকে চেনেন না আলিয়া! খোলা মঞ্চে স্ত্রীর ‘অজ্ঞতা’ প্রকাশ করলেন রণবীর

প্রথম সাক্ষাৎ থেকেই আলিয়াকে নতুন কিছু শেখানো এবং নিজের মনের মতো করে গড়ে নিতে চেয়েছিলেন রণবীর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৮:৫৯
Ranbir Kapoor revealed that Alia Bhatt wanted to know who is Kishor Kumar

প্রকাশ্যে রণবীর জানালেন, আলিয়া নাকি কিশোর কুমারকে চেনেন না। ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। আলাপ থেকে প্রেম, আর প্রেম থেকে বিয়ে —এই পর্বে আলিয়াকে খানিকটা নিজেই গড়ে নিয়েছেন রণবীর। বিয়ের পরে নাকি আগের বেশ কিছু স্বভাব বদলে ফেলেছেন আলিয়া। এমনকি, যে আলিয়া এক সময়ে উঁচু স্বরে কথা বলতেন, তিনি নাকি রণবীরকে বিয়ের পরে শান্ত স্বভাবের হয়ে গিয়েছেন। রণবীর নিজেই সাক্ষাৎকারে এই কথা জানিয়েছে। তবে বিয়ের পরে নয়। প্রথম সাক্ষাৎ থেকেই আলিয়াকে নতুন কিছু শেখানো এবং নিজের মনের মতো করে গড়ে নিতে চেয়েছিলেন রণবীর।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেই রণবীর জানালেন প্রথম সাক্ষাতের কথা। দু’জনের বয়সের ব্যবধান যথেষ্ট। সেই সময় বয়স আরও কম আলিয়ার। প্রথম দেখাতেই রণবীর কপূরের কাছে জানতে চেয়েছিলেন, “কিশোর কুমার কে?” প্রশ্নের উত্তর দিয়েছিলেন অভিনেতা।

রণবীর জানান, নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎস সংরক্ষণ করে রাখা প্রতিটা প্রজন্মের দায়িত্ব। তাই তাঁরা ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সারা ভারতে ‘রাজ কপূর চলচ্চিত্র উৎসব’ আয়োজন করতে চলেছেন। রাজ কপূরের ১০টি ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এই ঘোষণার মঞ্চেই আলিয়াকে নিয়ে এই মন্তব্য করেন অভিনেতা। রণবীর বলেছেন, “আমি আশা করব, আপনারা সকলে এই উৎসবে আসবেন। মনে পড়ে যাচ্ছে, আলিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা। ও জানতে চেয়েছিল, ‘কিশোর কুমার কে?’ আসলে জীবনটা একটা চক্রের মতো। এই মানুষগুলোকে ভুলে যাচ্ছে অনেকে। নিজেদের উৎসকে মনে রাখা দরকার।”

রণবীর জানান, তিনি রাজ কপূরের একটি জীবনীচিত্রও তৈরি করার কথাও ভাবছেন। এর জন্য পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে কথা বলেছেন তিনি। রাজ কপূরের ‘শ্রী ৪২০’-ও পুনর্নিমাণ করার পরিকল্পনা রয়েছে রণবীরের।

Advertisement
আরও পড়ুন