K G George passes away

হৃদ্‌রোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক

প্রায় তিন দশক ব্যাপী কর্মজীবনে একাধিক জনপ্রিয় মালয়ালম ছবি পরিচালনা করেছেন কে জি জর্জ। তাঁর প্রয়াণে মালয়ালম ইন্ডাস্ট্রিতে শোকের আবহ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩১
Image of director K G George

পরিচালক কে জি জর্জ। ছবি: সংগৃহীত।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের আবহ। প্রয়াত হলেন মালয়ালম ছবির বর্ষীয়ান পরিচালক কে জি জর্জ। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সূত্রের খবর, রবিবার তিনি কোচির কাক্কনাড এলাকায় একটি বৃদ্ধাবাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি পরিচালক হৃদ্‌রোগে আক্রান্ত হন। চলছিল চিকিৎসা।

Advertisement

১৯৪৬ সালে কেরলে জন্মগ্রহণ করেন জর্জ। কলেজে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়ে তিনি এফটিআইআই (পুনে ফিল্ম ইন্সটিটিউট)-এ পরিচালনার পাঠ নিতে যোগদান করেন। পাঠ শেষ হলে মালয়লম ছবির জনপ্রিয় পরিচালক রামু কারিয়াটের সহকারী হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয়। ৭০-এর দশকে বেশ কিছু ছবির চিত্রনাট্য লেখেন জর্জ। ১৯৭৬ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম ছবি ‘স্বপ্নদনম’। প্রথম ছবিতেই সাফল্যের স্বাদ পেয়েছিলেন তিনি। ছবিটি সে বছর সেরা মালয়লম ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নেয়। ১৯৭৭ সালে মালয়লম সঙ্গীতশিল্পী সেলমা জর্জকে বিয়ে করেন তিনি।

প্রায় তিন দশকের কেরিয়ারে বহু ছবি পরিচালনা করেছিলেন জর্জ। পরিচালকের উল্লেখযোগ্য ছবি হল ‘পঞ্চভরি পালাম’, ‘ইরাকাল’, ‘যবনিকা’, ‘দ্য ডেথ অব লেখা’, আ ফ্ল্যাশব্যাক’। শুধু পরিচালনা নয়, প্রযোজনার ক্ষেত্রেও জর্জ স্বকীয়তার ছাপ রেখেছিলেন। ১৯৯২ সালে মুক্তি পায় তাঁর প্রযোজিত ছবি ‘মহানগরম’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মামুট্টী। ১৯৯৮ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত শেষ ছবি ‘একমকোড়ু দেশম’। জর্জের প্রয়াণে অনুরাগীদের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রির বিশিষ্টরা সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন।

আরও পড়ুন
Advertisement