কুণালের প্রসঙ্গে কী জানালেন জয়া বচ্চন? ছবি: সংগৃহীত।
কুণাল কামরার ‘গদ্দার’ মন্তব্য ঘিরে তোলপাড়। কৌতুকশিল্পী তাঁর অনুষ্ঠানে শিবসেনার এক মন্ত্রীকে ‘গদ্দার’ বলে মন্তব্য করেছিলেন। সেই অনুষ্ঠানের কিয়দাংশ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ফুঁসে ওঠেন শিবসেনার সদস্যেরা। যে হোটেলে কুণাল ওই অনুষ্ঠানটি করেছিলেন, সেখানে ভাঙচুর চালান তাঁরা। তার পর কুণালের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে খার থানায় ছুটে যান। এই ঘটনায় এ বার মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন।
কুণাল কামরার ঘটনা প্রসঙ্গে বাক্স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন জয়া বচ্চন। অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেছেন, “কিছু বলার প্রতিক্রিয়ায় যদি এমন এমন কাণ্ড ঘটানো হয়, তা হলে বাক্স্বাধীনতাটা কোথায়?” ভাঙচুর করা, এবং ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কেন সঠিক পদক্ষেপ করার স্বাধীনতা থাকে না? এই প্রশ্নও তুলেছেন জয়া।
কুণাল কামরা তাঁর অনুষ্ঠানে খোঁচা দিয়ে বলেছিলেন, “প্রথমে বিজেপি থেকে বেরিয়ে এল শিবসেনা। তার পর শিবসেনা নিজেদের দল থেকেই বেরিয়ে গেল।” শিবসেনা নেতা একনাথ শিন্দের নাম না করে জয়াও একই সুরে প্রশ্ন তোলেন, “শিবসেনা (একনাথ শিন্দে) যখন নিজেদের আসল দল ছেড়ে বেরিয়ে এসেছিল, তখন বালাসাহেব ঠাকরের অপমান হয়নি?”
কুণালের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে শিবসেনা। তাদের দাবি, অবিলম্বে ক্ষমা চাইতে হবে কৌতুকশিল্পীকে। শিবসেনার সদস্যেরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে, বড় আইনি জটিলতায় পড়তে হবে কুণালকে। হোটেলে ভাঙচুর ও তাঁর দিকে ধেয়ে আসা কটাক্ষের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন কুণালও। সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, কুণালের হাতে ভারতের সংবিধান। তার সঙ্গে কুণাল লিখেছেন, “সামনে শুধু এই একটাই পথ।”