Attack on Police

রাতে ‘প্রেমিকা’র বাড়ি, তার পরেই উদ্ধার যুবকের দেহ! পাণ্ডবেশ্বরে উত্তেজনা, মাথা ফাটল পুলিশের

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। দেহ উদ্ধারে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকেও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৫:১৫
আক্রান্ত পুলিশ আধিকারিক।

আক্রান্ত পুলিশ আধিকারিক। —নিজস্ব চিত্র।

রাতে ‘প্রেমিকা’র বাড়িতে গিয়েছিলেন চুপিসারে। কিন্তু সেখানে ধরা পড়ে গিয়েছিলেন যুবক। ‘প্রেমিকা’র বাড়ির লোকেরা তাঁকে আটকে রেখেছিলেন বলে অভিযোগ। সেই ঘটনার কিছু ক্ষণ পরেই ওই ঘর থেকে মেলে যুবকের দেহ!

Advertisement

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। দেহ উদ্ধারে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকেও। বিক্ষোভকারী গ্রামবাসীদের ছোড়া ইটের ঘায়ে মাথা ফেটেছে ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তের। জখম একাধিক পুলিশকর্মী। অভিষেক বলেন, ‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’ ক’জন পুলিশকর্মী জখম হয়েছেন জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে কুমারডিহির রুইদাস পাড়ায় এক প্রতিবেশীর বাড়ি থেকে পল্লব বাউরি (২২) নামে এক যুবকের দেহ মেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু অভিযোগ, পুলিশ বাড়ির লোককে না জানিয়েই দেহ নিয়ে গিয়েছে। এ নিয়েই বিক্ষোভ দেখান স্থানীয়েরা। তাঁদের দাবি, পল্লবের সঙ্গে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। রাতে ওই মহিলার বাড়িতেই গিয়েছিলেন যুবক। কিন্তু তাঁকে মহিলার স্বামী ধরে ফেলেন। এর পর পল্লবকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। পরে সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ মেলে। অভিযোগ, পল্লবকে খুন করা হয়ে থাকতে পারে।

ঘটনার কথা এলাকায় চাউর হতেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কয়েকটি বাড়ি, দোকানে ভাঙচুর চলে। ভাঙচুর চলে সাইকেল, মোটরবাইকেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পুলিশও পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এলাকা শান্ত করতে আশপাশের থানা থেকেও পুলিশবাহিনী এসেছে ঘটনাস্থলে। পুলিশ পিকেট বসেছে। এলাকায় হামলা চালানোর ঘটনায় কয়েক জনকে আটকও করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন