Rhea Chakraborty

‘নিরীহ মেয়েটাকে শাস্তি দিয়েছিল’, রিয়ার হয়ে কোন সওয়াল করলেন আলিয়ার মা সোনি?

মাদকযোগে গ্রেফতার হয়েছিলেন রিয়া ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। অবশেষে সমস্ত অভিযোগের বোঝা নামল তাঁদের মাথা থেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৫:৪৪
Alia Bhatt’s mother Soni Razdan said that the nation should apologize to Rhea Chakraborty

রিয়ার হয়ে সরব হলেন আলিয়ার মা। ছবি: সংগৃহীত।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। মুম্বই হাই কোর্টে জমা দেওয়া রিপোর্টে সিবিআই রিয়া চক্রবর্তীকে ছাড়পত্র দিয়েছে। সুশান্তের মৃত্যু নিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। মাদকযোগে গ্রেফতারও হয়েছিলেন রিয়া এব‌ং তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। অবশেষে সমস্ত অভিযোগের বোঝা নামল তাঁদের মাথা থেকে।

Advertisement

কিন্তু এক সময় প্রমাণ ছাড়াই রিয়ার দিকে ধেয়ে এসেছিল তির্যক মন্তব্যের বাণ। প্রকাশ্যে ‘ডাইনি নিধন’-এর মতো পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি, এমনই মনে করছেন আলিয়া ভট্টের মা সোনি রাজদান।

২০২০-র ১৪ জুন উদ্ধার হয় সুশান্তের দেহ। এই ঘটনা নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। সুশান্তের বাবা কেকে সিংহ পটনায় রিয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। রিয়া আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, এই ছিল তাঁর অভিযোগ। রিয়া ও তাঁর পরিবারের সদস্যেরা সুশান্তের টাকা নিয়ে নয়-ছয় করেছেন বলেও দাবি করেছিলেন তিনি। এখানেই শেষ নয়। রিয়া সুশান্তের খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন, এই অভিযোগও আনেন তিনি। এই অভিযোগগুলির পক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কিন্তু গত কয়েক বছরে যথেষ্ট হেনস্থা করা হয়েছে রিয়া ও তাঁর পরিবারকে। তাই সোনি মনে করেছেন, গোটা দেশের অবিলম্বে রিয়ার কাছে ক্ষমা চাওয়া উচিত। সোনি সমাজমাধ্যমে লিখেছেন, “এগুলি আগে ভাবা উচিত ছিল। একটি নিরীহ মেয়েকে এরা কারাবাসে পাঠিয়েছিল, ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। নতুন যুগের ‘ডাইনি নিধন’ ছাড়া এ আর কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর দায় এখন কে নেবে? কে এই মূল্য চোকাবে?” এই একই প্রশ্ন তুলেছেন মহেশ ভট্টের বড় মেয়ে পূজা ভট্টও। দিয়া মির্জ়া, ফাতিমা সনা শেখও রিয়ার হয়ে সরব হয়েছেন।

Advertisement
আরও পড়ুন