Varun Dhawan

বরুণের মেয়ের নামের অর্থ নাকি এক এক দেশে এক এক রকম! কী নাম রেখেছেন অভিনেতা?

চলতি বছর জুন মাসে বরুণ নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৭:১৫
Image of Varun Dhawan and Natasha Dalal

স্ত্রী নাতাশা দালালের সঙ্গে অভিনেতা বরুণ ধওয়ান। ছবি: সংগৃহীত।

চলতি বছর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বরুণ ধওয়ান। অভিনেতা ও তাঁর স্ত্রী নাতাশা দলালের কোলে এসেছে প্রথম সন্তান। বরুণ নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। তবে খুদে সদস্যের ছবি এখনও প্রকাশ্যে আসেনি। জানা যায়নি নামও। এ বার নিজের মেয়ের নাম জানালেন বরুণ।

Advertisement

সম্প্রতি নিজের আসন্ন সিরিজ় ‘সিটাডেল’-এর প্রচারে ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে এসেছিলেন বরুণ। সেখানেই নিজের কন্যার নাম প্রকাশ্যে আনেন অভিনেতা। এই বছর দীপাবলি নিশ্চয়ই তাঁদের জন্য বিশেষ, কারণ ঘরে লক্ষ্মী এসেছে! প্রশ্ন করেছিলেন অমিতাভ। উত্তরে বরুণ বলেন, “আমরা ওর নাম রেখেছি লারা। আমি ওর ভাষা বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলেই যেমন বলে, ঘরে সন্তান আসার পরে সব কিছুই যেন বদলে যায়।”

লারা নামের অর্থ ক্ষেত্রবিশেষে লাবণ্য, সুরক্ষা বা জয়। যে মানুষের মধ্যে সৌন্দর্য ও প্রাণোচ্ছ্বলতা দুটোই থাকে, তাকেও লারা বলা হয়। ভিন্ন সংস্কৃতিতে এর ভিন্ন অর্থ রয়েছে। লাতিনে বাড়ি ও জমি রক্ষক দেবতার নাম লারা। লারা নামের গ্রিক অর্থ দেবদূত। রাশিয়ায় লারিসা নামের ছোট সংযোজন ‘লারা’। এই নামের অর্থ আনন্দিত।

গত ৩ জুন কন্যাসন্তানের আগমন হয় বরুণ ও নাতাশার পরিবারে। বরুণ নিজেই পোস্ট করেছিলেন, “আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। মা ও সন্তানের জন্য বহু শুভেচ্ছাবার্তা এসেছে। তাই সকলকে ধন্যবাদ।”

২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু, পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। কিন্তু অনেকেই হয়তো জানেন না, শুরুতে বরুণের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েক বার প্রেম নিবেদন করেছিলেন বরুণ। তার পর নাকি নাতাশা শেষ পর্যন্ত রাজি হন।

Advertisement
আরও পড়ুন