Rupankar Bagchi

পরকীয়া প্রেমে বড়ই ভয়, জানালেন গায়ক রূপঙ্কর

প্রেম জিবসে নতুন গান। কিন্তু কিছু কিছু প্রেমে বড়ই ভয় পান গায়ক।

Advertisement
সুচন্দ্রা ঘটক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০৩
রূপঙ্কর বাগচী

রূপঙ্কর বাগচী

প্রেম দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে তাঁর নতুন গান। তার আগে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে একান্ত আড্ডায় প্রেমের এ-কাল, সে-কাল নিয়ে নানা কথায় মাতলেন শিল্পী রূপঙ্কর বাগচী।

প্রশ্ন: প্রেম দিবসে মুক্তি পাচ্ছে গান। তা নিশ্চয়ই প্রেমেরই?

Advertisement

রূপঙ্কর: হ্যাঁ, প্রেমের গান বলাই যায়।

প্রশ্ন: আপনার প্রেমের গান সকলের প্রিয়। আপনাকে সব সময়েই প্রেমের গান গাইতে অনুরোধ করা হয়। ব্যক্তি রূপঙ্করও কি এমনই রোম্যান্টিক?

উত্তর: আমি প্রেমের গান গাই। প্রেমের গান শুনি। তবে খুব একটা রোম্যান্টিক বলা চলে না।

প্রশ্ন: ভ্যালেন্টাইন্স ডে উদ্‌যাপন করবেন তো?

উত্তর: আরে না না, ও সব জাঁকজমকে আমি মোটেই নেই। আমার বোধহয় বয়স হয়ে গিয়েছে।

প্রশ্ন: সে কী? বড়রা কি প্রেম করেন না?

উত্তর: প্রেম কেন করবেন না? তবে এখন যেন সব অন্য রকম।

প্রশ্ন: মানে ভ্যালেন্টাইন্স ডে উদ্‌যাপন করা খারাপ?

উত্তর: খারাপ বলতে চাই না। তবে অন্য রকম। আমরা যখন প্রেম করতে শুরু করেছি, তখন এ সব হতো না। এখন সব নিয়েই হইহই করে যেন সকলে। প্রেম তো একান্ত দু’জনের সম্পর্ক। সেখানে নামী জায়গায় এক দিন কফি খেতে গেলাম, না দামি উপহার দিলাম— এ সব যেন কেমন ঠেকে!

প্রশ্ন: আগে তো প্রেমের সঙ্গে একটা লুকনো ভাব ছিল। এখন তো তা নেই। সেটা ভাল লাগে না আপনার?

উত্তর: আসলে আমরাও কখনও লুকিয়ে প্রেম করিনি। তবে তার মানে হইচইও করিনি। আমাদের সময়ের প্রেমটা অন্য রকম ছিল। এখন তো আজ এর সঙ্গে ঘুরছে, কাল তাকে ভাল বলছে, সবই খোলাখুলি হচ্ছে। এ সব আমি বুঝি না। আমি যাঁর সঙ্গে প্রেম করেছি, তাঁকেই বিয়ে করেছি। এখনও তিনিই আমার স্ত্রী। এবং আমার ও রকম প্রেমই ভাল লাগে। আমাদের অনেক কষ্ঠ করে নিজেদের জীবন গড়তে হয়েছে। উপহার আর কফি শপ যদি ভালবাসা নিয়ন্ত্রণ করত, তবে আমাদের কিস্সু হতো না!

প্রশ্ন: তার মানে একাধিক সম্পর্ক আপনার পছন্দ নয়, তাই তো?

উত্তর: একেবারেই নয়। বড়ই জটিল জিনিস। কী করে যে একসঙ্গে একাধিক মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে লোকে! ও রকম লুকিয়ে লুকিয়ে পারে কী করে?

প্রশ্ন: এখন তো অনেকেই খোলাখুলিই একাধিক সম্পর্ক রাখে?

উত্তর: আরে আমিও আর একটা প্রেম করলে লুকোতে পারব না। ঠিক বলে ফেলব। কিন্তু বলেও শান্তি পাব না। আমার এত জট ভাল লাগে না। আমার তো কাজ শেষ হলেই মনে হয় বাড়ি যাই। এ সব আমি খুব ভয় পাই।

প্রেমের ভাষা বদলে গিয়েছে, বলছেন গায়ক।

প্রেমের ভাষা বদলে গিয়েছে, বলছেন গায়ক।

প্রশ্ন: মানে স্ত্রীকে ভয় পান? তাই তো?

উত্তর: (জোরে হাসি)। ওটা বলা যাবে না। বরং বলুন পরকীয়াকে ভয় পাই। ওই যে বললাম না, আমি খুব বোরিং।

প্রশ্ন: নিজের মেয়েও কি বোরিং বলে আপনাকে?

উত্তর: একেবারেই!

প্রশ্ন: অন্য কাউকে কোনও দিনও ভাল লাগেনি?

উত্তর: যাঁর সঙ্গে প্রেম করে বিয়ে করেছি, তাঁর আগে ভাল লেগেছে। পরে আর কাউকেই ভাল লাগেনি।

প্রশ্ন: কোনও গসিপ নেই আপনাকে নিয়ে?

উত্তর: কোনও দিনও সুযোগই দিইনি। গসিপ তৈরি হতে গেলে তো কিছু করতে হবে। অনেকের আমাকে ভাল লেগেছে। কিন্তু আমি তো সেই মহিলাদের সামনে যেতেই ভয় পাই।

Advertisement
আরও পড়ুন