Ushasi Ray

ঊষসীর সঙ্গে কি এ বার নতুন রসায়ন নিখিলের? ঠোঁটে হাসি, চোখে লাজ, কী বললেন নায়িকা?

এ বার পুজোয় নিখিলের সংস্থার নতুন মুখ ঊষসী রায়। টলিপাড়ায় ছড়াল নতুন গুঞ্জন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১৮:২৪
এই পুজোয় নিখিলের শাড়ির ব্র্যান্ড ‘আদরিনী’র মুখ ঊষসী।

এই পুজোয় নিখিলের শাড়ির ব্র্যান্ড ‘আদরিনী’র মুখ ঊষসী।

মাথায় জুঁই ফুলের মালা, পরনে শাড়ি। একদম বনেদি বাঙালি সাজে ধরা দিলেন ঊষসী রায়। নেপথ্যে নিখিল জৈন। এই পুজোয় নিখিলের শাড়ির ব্র্যান্ড ‘আদরিনী’র মুখ ঊষসী। শাড়ি, ফুলের মালায় নায়িকাকে দেখাচ্ছিল বেশ অন্য রকম। নিখিলও হাজির হয়েছিলেন বাঙালি পাঞ্জাবিতে। এই প্রথম নিখিলের সংস্থার মুখ ঊষসী। আগে এই সংস্থারই মুখ হিসেবে সবাই দেখেছেন নুসরত জাহানকে। ঊষসীর সেই এক ধাঁচের সাজ উস্কে দিল হাজারো প্রশ্ন। তা হলে এ বার নুসরতের জায়গা নিতে চলেছেন ঊষসী?

Advertisement

প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। কী বলছেন ঊষসী? আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় ঊষসীর সঙ্গে। তিনি বলেন, “নিখিলের সঙ্গে কাজের সূত্রে বন্ধুত্ব। আমি কোনও প্রশ্নের মুখোমুখি হচ্ছিই না। আমি পেশাদার। সেই ভাবে কাজ করছি। কার সঙ্গে ব্যক্তিগত সমীকরণ কী ছিল, সেটা আমার জানার কথা নয়। এই সব প্রশ্ন, গুজব, বিতর্ক— আমি এ সবের মধ্যে নেই। ‘রঙ্গোলি’র জায়গায় অন্য কিছু থাকলেও আমি করতাম। আগে গুজব ছিল বলে এখন হয় তো প্রশ্ন উঠছে।”পুজোর আগে নতুন শাড়ি কার না ভাল লাগে? তার সঙ্গে যদি সুন্দর ভাবে সাজা যায়, তা হলে তো কোনও কথাই নেই। তাই নিন্দুকের কথায় গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী। আপাতত পুজোর সাজেই মজেছেন নায়িকা।

Advertisement
আরও পড়ুন