Urfi Javed

মাঝরাস্তায় অশ্লীল আচরণ! উরফি জাভেদের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ জমা পড়ল থানায়

বিমানবন্দরে শাড়ি-যুদ্ধের ভিডিয়ো ছড়িয়ে পড়তে উরফির দুর্ভোগ। প্রকাশ্যে অশ্লীলতার দায়ে মুম্বইয়ের থানায় জমা পড়ল অভিযোগ।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১৭:৩১
শনিবারের ভাইরাল ভিডিয়োটি ইন্টারনেটে ছড়িয়ে পড়াতেই হয়তো অশ্লীলতার দায়ে অভিযোগ জমা পড়ে উরফির নামে।

শনিবারের ভাইরাল ভিডিয়োটি ইন্টারনেটে ছড়িয়ে পড়াতেই হয়তো অশ্লীলতার দায়ে অভিযোগ জমা পড়ে উরফির নামে। ছবি:ইনস্টাগ্রাম

প্রকাশ্য রাস্তায় ‘বেআইনি’ এবং ‘অশ্লীল’ আচরণ! মুম্বইয়ের অন্ধেরি থানায় অভিযোগ জমা পড়ল উরফি জাভেদের বিরুদ্ধে। অভিযোগ জানিয়েছেন আলি খশিফ খান দেশমুখ নামের এক আইনজীবী। পুলিশকর্তা জানিয়েছেন, দিন দুয়েক আগেই জমা পড়েছিল অভিযোগ। তবে বিশেষ কোন আইনভঙ্গ করেছেন মডেল-তারকা, তা অবশ্য স্পষ্ট ছিল না অভিযোগপত্রে। উরফির নিত্যনতুন ফ্যাশনই অনেকের চোখে ‘বেআইনি’ কিংবা ‘অশোভন’ ঠেকতে পারে বলে অনুমান পুলিশের। নির্দিষ্ট ঘটনার ভিত্তি বা প্রমাণ না থাকায় তাঁরা এখনও অবধি কোনও ব্যবস্থা নেননি।

দিন দুয়েক আগেই মুম্বই বিমানবন্দরে শাড়ি পরে এসেছিলেন উরফি। হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছিল আঁচল। সেই সামলাতে রীতিমতো যুদ্ধ করতে দেখা গিয়েছে শৌখিনীকে। শনিবারের ভাইরাল ভিডিয়োটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই হয়তো অশ্লীলতার দায়ে অভিযোগ জমা পড়ে উরফির নামে। কী ঘটেছিল সে দিন?

Advertisement

দেখা যায়, কমলা আর গোলাপি রঙের ফিনফিনে শাড়িতে গাড়ি থেকে নামলেন উরফি। শাড়ির রং যেন ত্বকেরই মতো। সঙ্গে একফালি ব্লাউজ়, যেটিকে অন্তর্বাস বললেই হয়। হাওয়ার দমকে সেটি সামলাতে হিমসিম খাচ্ছিলেন উরফি। বিমানবন্দর চত্বরে তাঁকে দেখতে লোকের ঢল নেমেছিল। উরফিও ছিলেন উৎসবের মেজাজে।

তাঁর হাতভর্তি পিৎজ়ার বাক্স। আশপাশে যত আলোকচিত্রী ছিলেন সবার মধ্যে বিলিয়ে দিচ্ছিলেন সেগুলি। এরই মধ্যে শাড়ি তাঁর শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে বার বার, কোনওমতে ধরে আবার যথাস্থানে ফিরিয়ে আনছেন উরফি। সেই শাড়ি-যুদ্ধের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। আলোকচিত্রীদের অবশ্য বলতে শোনা যায়, “আরামসে... আরামসে উরফিজি!” তবে কেউ কেউ সেই ভিডিয়ো দেখে মন্তব্য করলেন, “সেফটিপিন বলে একটা জিনিস হয়, উরফিকে কেউ বলেননি বোধ হয়।”

সাইকেলের চেন গায়ে পরে শেষ দেখা গিয়েছিল তাঁকে দিন দুই আগে। তার পরই ত্বকের রঙের শাড়িতে ঘুরে বেড়ালেন মডেল-অভিনেত্রী। বিমানবন্দরে এলেন অনেক দিন পরে। সে নিয়ে ঠাট্টা-ইয়ার্কি চলছেই। যাতে আরও একটু ইন্ধন যুগিয়ে উরফি লিখেছিলেন, “ফ্লাইট মিস করলেও মেক আপ যেন ঠিকঠাক থাকে!”

ব্যাপার কী? সত্যিই কি উড়ান ধরতে এসেছিলেন শনিবার? এমন তো হয়নি আগে! জল্পনায় মেতেছিলেন অনুরাগীরা। রাত বাড়তে আরও বাড়ল সংশয়। ভারতীয় সময় রাত ২ টো নাগাদ একটি পোস্ট দিলেন উরফি। সেখানে দেখা যায় হাসিমুখে এক বিমানচালককে। ক্যামেরায় তাকিয়ে আছেন তিনি। নীচে অবস্থান লেখা, দুবাই, সৌদি আরব। তার পর থেকে এখনও সাড়া মেলেনি উরফির। নতুন কোনও কীর্তিও প্রকাশ্যে আসেনি। শুধু অভিযোগ জমা পড়ার খবরে নতুন করে শোরগোল তৈরি হল। বিরক্তি প্রকাশ করলেন আরও অনেকেই।

আরও পড়ুন
Advertisement