‘খো গ্যায়ে হম কাহাঁ’, ‘কল মি বে’ বা ‘কন্ট্রোল’-এর মতো ছবিতে অনন্যা পাণ্ডের অভিনয় নজর কেড়েছে দর্শকের। ছবি: সংগৃহীত।
খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন অনন্যা পাণ্ডে। শুধু তা-ই নয়, সুখী দাম্পত্য এবং সন্তানের স্বপ্নও দেখছেন তিনি।
২০১৯ সালে কর্ণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। কিন্তু সে ছবিতে তাঁর অভিনয় নিয়ে বিস্তর সমালোচনা হয়। উঠে আসে পক্ষপাতের প্রসঙ্গ। বলিউডের তারকা সন্তান হিসাবে ছবির জগতে পা রাখলেই যে সাফল্য পাওয়া যায় না, তা-ও এক প্রকার প্রমাণ করেছেন অনন্যা। একের পর এক ছবিতে এসেছে ব্যর্থতা। কিন্তু গত এক বছরে নিজের অভিনয় দক্ষতা অনেকখানি বাড়িয়ে নিয়েছেন অভিনেত্রী। ‘খো গ্যায়ে হম কাহাঁ’, ‘কল মি বে’ বা ‘কন্ট্রোল’-এর মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। একই সঙ্গে আলোচনায় এসেছে আদিত্য রয় কপূরের সঙ্গে তাঁর দূরত্ব এবং ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে নৈকট্য।
এরই মধ্যে এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়ে দিলেন, “আজ থেকে পাঁচ বছর পর আমি নিজেকে বিবাহিত দেখতে চাই। একটি সুখী সংসার, সন্তানের পরিকল্পনা আর অনেকগুলি পোষ্য সারমেয়।”
গত বছর জুলাই মাসে অনন্ত অম্বানীর বিয়ের আসরে অনন্যাকে খুবই উৎফুল্ল ছিলেন। যদিও সে সময় তাঁর বিচ্ছেদ হয়েছে আদিত্যর সঙ্গে। সেই বিবাহবাসরেই অনন্যাকে দেখা যায় ওয়াকার ব্লাঙ্কোর কাছাকাছি আসতে। অম্বানীদের কর্মী এবং প্রাক্তন মডেল ওয়াকারকে নিয়ে তার পরই শুরু হয় আলোচনা। নাচের সঙ্গী হিসাবে ওয়াকারকে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। এক সূত্র দাবি করে, “অনন্যা কিছু লুকোনোর চেষ্টাও করেননি। অনেকেই ওঁদের দেখেছেন রোম্যান্টিক গানে নাচতে।” এর পর অনন্যার জন্মদিনে সমাজমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ওয়াকার লেখেন, “তুমি খুবই বিশেষ!! আমি তোমায় ভালবাসি, অ্যানি!” যদিও সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অনন্যা বা ওয়াকার।
এ বার নিজের ভবিষ্যতের কথা প্রকাশ করলেন অনন্যা। তবে শুধু বিয়ের কথা নয়, অনন্যা জানিয়েছেন তাঁর অভিনয় জীবনের পরিকল্পনার বিষয়েও। তিনি বলেন, “আমি সত্যিই নিজের কাজকেও সেরা জায়গায় দেখতে চাই। সব সময়ই প্রতিযোগিতা থাকবে। কিন্তু এই মুহূর্তে আমি নজর দিচ্ছি আমার কাজে এবং নিজের উৎকর্ষ বৃদ্ধির দিকে।” পাশপাশি তিনি তুলে আনেন দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভট্টের প্রসঙ্গ। এই দুই অভিনেত্রী যে তাঁর অনুপ্রেরণা, তা-ও জানান। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা নিয়েও ভাবছেন অনন্যা।