Biye Bibhrat

চেনা ছক থেকে বেরিয়ে নতুন ভাবনায় রাজা চন্দ, ‘বিয়ে বিভ্রাট’ প্রসঙ্গে কী বললেন পরিচালক?

রাজা চন্দের নতুন ছবি ‘বিয়ে বিভ্রাট’ মুক্তি পাবে ১৪ জুলাই। প্রথম বার আবীর এবং পরমব্রতকে পরিচালনা করার অভিজ্ঞতা কেমন পরিচালকের?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ১৭:৩৭
Biye Bibhrat Poster

‘বিয়ে বিভ্রাট’ ছবির পোস্টার। —ফাইল চিত্র।

ছয়-সাত বছর আগে দুটি ছেলে এবং একটি মেয়ের গল্প লিখেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেই গল্প নিয়েই ছবি তৈরি করেছেন পরিচালক রাজা চন্দ। ছবির নাম ‘বিয়ে বিভ্রাট’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। যে ছবিতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় এবং লহমা ভট্টাচার্যকে। রাজার পরিচালিত ছবির তালিকা যদি শুরু থেকে দেখা হয়, তা হলে নজরে পড়বে বেশির ভাগ ছবির নায়কই সোহম চক্রবর্তী, দেব, অঙ্কুশ হাজরার মতো অভিনেতারা। তবে রাজার পরিচালনায় এই প্রথম বার দেখা যাবে পরমব্রত এবং আবীরকে। আনন্দবাজার অনলাইনকে তিনি জানালেন, এই চরিত্রের জন্য এই দুই নায়ক ছাড়া আর কাউকে এই ভাবতেই পারছিলেন না তিনি।

Advertisement

রাজা বলেন, “আমার ধারণা একটা সময়ে এই ছবিটা হয়তো পরিচালনার কথা ভেবেছিল পরমব্রত। যদিও এই বিষয়ে ওর সঙ্গে আমার কোনও কথা হয়নি।” এই ছবিতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। নায়িকা লহমাও খুব বেশি কাজ করেননি বড় পর্দায়। ফলে আবীর এবং পরমের সঙ্গে তাঁর সমীকরণও প্রথম বার দেখবেন দর্শক। এ প্রসঙ্গে রাজা বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন মুখ যেন সীমিত হয়ে যাচ্ছে। বেশ কিছু নতুন মুখ দরকার আগামী দিনে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই জন্য ইদানীং ছোট পর্দার বেশ কিছু নায়ক-নায়িকাকেও দেখা যাচ্ছে বড় পর্দায়। তাই এই ছবির জন্যও নতুন মুখ খুঁজছিলাম। আশা করছি, দর্শকের ভাল লাগবে।”

এখনও ইন্ডাস্ট্রিতে সিরিয়াল, সিনেমার অভিনেতাদের মধ্যে কিছুটা ভেদাভেদ করা হয়। অনেক অভিনেতারই অভিযোগ, ছোট পর্দার অভিনেতা হওয়ার কারণে বেশ কিছু পরিচালক সুযোগ দিতে ইতস্তত করেন। এ প্রসঙ্গে রাজা বলেন, “আমি যে দুই নায়ককে নিয়ে কাজ করেছি এই ছবিতে, তাঁরা কিন্তু দু’জনেই ছোট পর্দা থেকে উঠে এসেছেন। আর আমি নিজেও আমার কেরিয়ার শুরু করেছি ছোট পর্দার মাধ্যমেই। ফলে এই ভেদাভেদকে গুরুত্ব না দেওয়াই উচিত।” বেশ অনেক দিন পরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে রাজার পরিচালিত ছবি।

শেষ ২০২১ সালে তাঁর পরিচালিত ‘ম্যাজিক’ ছবিটি মু্ক্তি পায়। তার পর দীর্ঘ দিন অসুস্থও হয়ে পড়েছিলেন পরিচালক। মাঝে অবশ্য বেশ কিছু কাজ মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। তাই এই ছবি নিয়ে বেশি উত্তেজিত রাজা। ‘বিয়ে বিভ্রাট’-এ সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য। এই ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিংহ। এর মাঝে নতুন ছবির কাহিনি লেখার কাজ শুরু করেছেন পরিচালক।

Advertisement
আরও পড়ুন