Yash-Madhumita

নতুন সিরিয়াল বন্ধ হচ্ছে কয়েক মাসের মধ্যেই, তাই কি ফের ভরসা যশ-মধুমিতায়?

১০ বছর পর আরও এক বার দর্শক দেখবেন জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’। এই সিরিয়ালে প্রথম জুটি বেঁধেছিলেন যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৮:৩৭
Popular serial Bojhe Na Se Bojhe Na starring Yash and Madhumita Sarcar is returning on Star Jalsha

মধুমিতা-যশ। — ফাইল চিত্র।

এক সময়ের জনপ্রিয় যশ-মধুমিতা জুটি যে আবার ফিরতে পারে সম্প্রতি সে খবর জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। তবে বড় পর্দার আগেই ছোট পর্দায় আবার ফিরছে এই জুটি। যদিও নতুন কোনও প্রজেক্ট নয়, বরং ১০ বছর আগে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে আবার তাঁদের দেখতে পাবেন দর্শক।

সোমবারেই স্টার জলসার সমাজমাধ্যমের পাতায় এই সিরিয়ালের প্রত্যাবর্তনের খবর ঘোষণা করা হয়। এক সময়ের জনপ্রিয় সিরিয়াল যে আবার দর্শকদের দেখানো হবে সে খবরে খুশি ‘যশমিতা’র অনুরাগীরা। বাংলা সিরিয়ালের ভক্তদের একটি বড় অংশের মনে এখনও পাখি এবং অরণ্য সিংহ রায়ের জুটি টাটকা। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে এই দুই চরিত্রে অভিনয় করে বাংলা ছোট পর্দায় সেই সময় শোরগোল ফেলে দিয়েছিলেন মধুমিতা এবং যশ।

Advertisement

পুরনো সিরিয়াল সচরাচর নতুন করে দেখানো হয় না। কিন্তু দর্শকদের মনে যে এখনও অরণ্য-পাখি জুটি অমলিন, সিরিয়ালের প্রত্যাবর্তনেই তাঁর প্রমাণ মিলিছে। যশের বিচরণ এখন বড় পর্দায়। ফের ছোট পর্দায় তাঁর কাজ দেখানো হবে। তাঁর মনের অবস্থা জানার চেষ্টা করেছিল আনন্দবাজার অনলাইন। যশ বললেন, ‘‘১০ বছর পরেও দর্শক সমান ভালোবাসা দিয়ে সিরিয়ালটা দেখতে চাইছেন, আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।’’ এরই সঙ্গে অনুরাগীদের তরফে অভিনেতার বার্তা, ‘‘আমি চাই ভবিষ্যতেও যেন তাঁরা আমাকে এই ভালবাসা এবং আশীর্বাদ দিয়ে ভরিয়ে রাখুন।’’ সম্প্রতি, নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন যশ। সেই প্রসঙ্গ মনে করাতেই বললেন, ‘‘প্রথমে প্রযোজনা সংস্থা, তার পর এই খবর। এর থেকে ভাল আর কী-ই বা হতে পারে।’’

একই রকম উত্তেজিত মধুমিতা। আনন্দবাজার অনাইনকে অভিনেত্রী বললেন, ‘‘সব সিরিয়ালের ক্ষেত্রে তো এ রকম ঘটনা ঘটে না। তাই আমি যে এ রকম একটা ভাল কাজের অংশ ছিলাম সেটা ভেবেই ভাল লাগে।’’ কথা প্রসঙ্গেই মধুমিতা জানালেন, যশ এবং তাঁর জুটি নিয়ে এখনও অনুরাগীদের কৌতূহল তাঁকে মেটাতে হয়। মধুমিতা বললেন, ‘‘সিরিয়ালের সম্প্রচার শুরু হলে আমি নিশ্চিত বাবা-মা আবার দেখবেন। আর তখন আমি বাড়িতে থাকলে আবার পুরনো দিনের স্মৃতিগুলোকে ফিরে দেখার একটা সুযোগ পাব।’’

এসভিএফ প্রযোজিত এই ধরাবাহিকটি কিন্তু প্রাইম টাইমের টিআরপিতে কোনও ব্যাঘাত ঘটাবে না। কারণ আগামী ৩ জুলাই থেকে রাত ১১টার স্লটে শুরু হচ্ছে ‘বোঝে না সে বোঝে না’-র পুনঃসম্প্রচার। ইদানীং টিভি ইন্ডাস্ট্রি একের পর এক ধারাবাহিক বন্ধের খবরে সরগরম। সিরিয়াল থেকে দর্শক মুখ ফিরিয়েছেন বলেই অধিকাংশ সিরিয়ালের ভাগ্য ফিরছে না। সেই জন্যই কি পুরনো সিরিয়াল ফিরিয়ে আনা হচ্ছে। চ্যানেল কর্তারা অবশ্য এই বক্তব্যের সঙ্গে পুরপুরি সহমত নয়। কারণ একই স্লটে অতীতে চ্যানেল জনপ্রিয় পুরাণাশ্রিত একাধিক ধারাবাহিক দেখিয়েছে। মূলত দর্শকদের ধরে রাখতেই এই প্রয়াস বলে জানা যাচ্ছে। চ্যানেলের তরফে বলা হয়েছে, ‘‘আগের মতো একই ধারাকে মাথায় রেখে ওই স্লটে দর্শকদের মনোরঞ্জন করতে এ বার ‘বোঝে না সে বোঝে না’-র মতো বৈগ্রহিক সিরিয়ালকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন