Actress

Tollywood Gossip: উঠতি পরিচালকের সঙ্গে গোপনে মলদ্বীপ ঘুরে এলেন টলিপাড়ার ‘ডিম্পল ক্যুইন’!

টলিপাড়ায় আবারও পরিচালক-অভিনেতার গাঢ় রসায়ন। দু'জনে নির্জনে মলদ্বীপে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ১৫:৩৬
সমুদ্রসৈকতে পরিচালক-নায়িকা

সমুদ্রসৈকতে পরিচালক-নায়িকা প্রতীকী ছবি।

ছুটি ছুটি মুডে এখন টলিপাড়ার অভিনেতা-পরিচালকরা। কেউ দুবাই তো কেউ মলদ্বীপ৷

এ বার ছুটি কাটাতে মলদ্বীপ পাড়ি দিলেন টলিপাড়ার আরও এক উঠতি পরিচালক। বেশ অনেকগুলি ছবি পরিচালনা করে ফেলেছেন তিনি ইতিমধ্যেই। যার মধ্যে উল্লেখযোগ্য টলিউডের দুই সুপারস্টারের সঙ্গে তাঁর কাজ। ওই অভিনেতাদের কাছের মানুষ তিনি।

Advertisement

পরিচালকের প্রোফাইল ঘাঁটলে শুধু নীল আর নীল। কখনও নীল সমুদ্রে ডুব। কখনও আবার সারি সারি নারকেল, পাম গাছের মাঝে আঁকাবাঁকা রাস্তায় সাইকেল চালাচ্ছেন পরিচালক। পরিচালকের এত এত ছবি ফ্রেমবন্দি করছেন কে? শোনা যাচ্ছে মলদ্বীপ ভ্রমণে পরিচালকের সঙ্গী ছিলেন টলিপাড়ারই আরও এক উঠতি নায়িকা। যে নায়িকার রূপের জাদুতে মশগুল গোটা টলিপাড়া। তাঁর গালের টোল, মেদহীন চেহারা আকর্ষণের কারণ। এই ট্রিপে পরিচালকের সঙ্গী ছিলেন সেই স্মিত হাসির নায়িকাই।

তবে তাঁদের গোপন বেড়ানোর প্রমাণ কোথাওই পাওয়া যাচ্ছে না। কোথাও কোনও চিহ্নমাত্র নেই। কিন্তু সূত্র বলছে একসঙ্গে বেশ ভালই সময় কাটিয়েছেন তাঁরা। কথায় আছে না, যা রটে তার কিছু তো বটেই।

Advertisement
আরও পড়ুন