Rashmika on Salman Khan

‘শরীর খারাপে তিনিই আমার খেয়াল রেখেছেন’, দুর্বলতায় রশ্মিকার জন্য কী করেছিলেন সলমন?

ছবিতে নিজের চরিত্রের বিষয় এখনই প্রকাশ্যে আনতে চান না। তবে সলমনের সঙ্গে কাজ করে মুগ্ধ তিনি। ভাইজানের প্রশংসায় তাই পঞ্চমুখ রশ্মিকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬
Rashmika Mandanna said Salman Khan took care of her when she was not well

রশ্মিকার অসুস্থতায় পাশে সলমন। ছবি: সংগৃহীত।

সলমন খানের সঙ্গে জুটি বেঁধেছেন রশ্মিকা মন্দনা। দু’জনের বয়সের ফারাক ৩১ বছর। তাই জুটি বাঁধার খবর ছড়িয়ে পড়তেই কটাক্ষ ধেয়ে এসেছিল। তবে সে সবের তোয়াক্কা করেননি সলমন বা রশ্মিকা। জোরকদমে ‘সিকন্দর’ ছবির শুটিং করছেন তাঁরা। এ বার ছবির নায়ককে নিয়ে মুখ খুললেন নায়িকা।

Advertisement

ছবিতে নিজের চরিত্রের বিষয় এখনই প্রকাশ্যে আনতে চান না। তবে সলমনের সঙ্গে কাজ করে মুগ্ধ তিনি। ভাইজানের প্রশংসায় তাই পঞ্চমুখ রশ্মিকা। সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তাই অভিনেত্রী বলেছেন, “ওঁর (সলমন) সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। অসাধারণ মানুষ। বলা ভাল, একেবারে মাটির মানুষ। শুটিংয়ের সময়ে আমার শরীর ভাল ছিল না। যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ করতেন এসে। কলাকুশলীদের বলতেন, আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম জল সব দেওয়া হয়।”

সলমনের ভূয়সী প্রসংশা করতে গিয়ে রশ্মিকার মন্তব্য, “তিনি সত্যিই খেয়াল রাখতে জানেন। ওঁর ব্যবহারেই নিজেকে বিশেষ মনে হবে। দেশের সবচেয়ে বড় তারকাদের মধ্যে তিনি অন্যতম একজন। তবুও কত বিনয়ী ও মাটির মানুষ সলমন!” সব মিলিয়ে ‘সিকন্দর’-এ কাজ করার অভিজ্ঞতা ইতিবাচক অভিনেত্রীর। রশ্মিকার কথায়, “‘সিকন্দর’ নিয়ে আমি সত্যিই উত্তেজিত। এ ছবি আমার কাছে খুবই বিশেষ। কবে আমার অনুরাগীরা এই ছবি দেখবেন, সেই অপেক্ষায় রয়েছি আমি।”

মুম্বই ও হায়দরাবাদের বিভিন্ন জায়গায় ‘সিকন্দর’-এর শুটিং হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে রশ্মিকার বহু প্রতীক্ষীত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। এ ছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘থামা’ ছবির কাজও শুরু করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন