Karan Kundra

Tejasswi-Karan: ‘বিগ বস’-এর ঘরে চুম্বন করতে আসেন কর্ণ, বাধ সাধলেন তেজস্বী

বিছানায় শুয়ে প্রেম করছিলেন দু’জনে। আচমকাই কর্ণ এগিয়ে গিয়ে তেজস্বীকে চুমু খেতে যান। মজার ছলেই তেজস্বী তাঁকে বাধা দেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ২০:৪৭
কর্ণ-তেজস্বী

কর্ণ-তেজস্বী

‘বিগ বস’-এর ঘরে চুটিয়ে প্রেম কর্ণ কুন্দ্র এবং তেজস্বী প্রকাশের। ঝগড়াঝাটি, কান্নাকাটি, তারই মাঝে প্রেম-পীরিতি। তাঁদের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে। যদিও সম্প্রতি ‘বিগ বস’-এর একটি পর্বে বাধা পড়ল তাঁদের প্রেমে। বাধা দিলেন খোদ তেজস্বী।

বিছানায় প্রেম করছিলেন দু’জনে। আচমকাই কর্ণ এগিয়ে গিয়ে তেজস্বীকে চুমু খেতে যান। মজার ছলেই তেজস্বী তাঁকে বাধা দেন। বলেন, ‘‘এ রকম করার কথা মনে মনেও ভেবো না।’’ অনুমতি না পেয়ে সরে যান কর্ণ। সকলের অগোচরেই অন্য প্রতিযোগী রাখী সবন্ত যে কখন থেকে তাঁদের লক্ষ করছিলেন, তা বুঝতেই পারেননি দু’জনে।

Advertisement

যদিও পরে কাচের দু’পাশ থেকে চুম্বনের সাধ মিটিয়ে নিয়েছেন তেজস্বী-কর্ণ। যে সময়ে বাকিরা ব্যস্ত ছিলেন বড়দিন পালনে।

শো শেষ হওয়ার পরে কি তাঁদের প্রেম পরিণতি পাবে? অনুরাগীদের মনে বারবার এই একই প্রশ্ন জাগছে।

Advertisement
আরও পড়ুন