Shovan Ganguly

Swastika Dutta-Shovan Ganguly: অবশেষে ইচ্ছেপূরণ! প্রেমিক শোভনকে সঙ্গী করে প্রথম বার মরু-দর্শন স্বস্তিকার

প্রেম দিবসের আগের সন্ধ্যায় রাজস্থানে উড়ে গিয়েছিলেন তারকা-যুগল। আপাতত মরুভূমির দেশে দিন কাটছে তাঁদের।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২০
০১ ১০
তাঁর পায়ের তলায় সর্ষে। ব্যস্ত রুটিনে সামান্য ফাঁক পেলেই ব্যাগ-পত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেছেন। গায়ে মেখেছেন সমুদ্রের নোনা জল।

তাঁর পায়ের তলায় সর্ষে। ব্যস্ত রুটিনে সামান্য ফাঁক পেলেই ব্যাগ-পত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেছেন। গায়ে মেখেছেন সমুদ্রের নোনা জল।

০২ ১০
তবে চেক-লিস্টে টিক চিহ্ন দিতে পারেননি মরুভূমির পাশে। নতুন বছরে অবশেষে ইচ্ছেপূরণ স্বস্তিকা দত্তের। সঙ্গী প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়। যুগলের রাজস্থান ভ্রমণের কয়েক ঝলক দেখে নেওয়া যাক।

তবে চেক-লিস্টে টিক চিহ্ন দিতে পারেননি মরুভূমির পাশে। নতুন বছরে অবশেষে ইচ্ছেপূরণ স্বস্তিকা দত্তের। সঙ্গী প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়। যুগলের রাজস্থান ভ্রমণের কয়েক ঝলক দেখে নেওয়া যাক।

০৩ ১০
প্রেম দিবসের আগের সন্ধ্যায় রাজস্থানে উড়ে গিয়েছিলেন তারকা-যুগল। আপাতত মরুভূমির দেশে দিন কাটছে তাঁদের।

প্রেম দিবসের আগের সন্ধ্যায় রাজস্থানে উড়ে গিয়েছিলেন তারকা-যুগল। আপাতত মরুভূমির দেশে দিন কাটছে তাঁদের।

Advertisement
০৪ ১০
রাজস্থানের সংস্কৃতি নিয়ে স্বস্তিকা আগাগোড়াই আগ্রহী। পর্দায় দেখা গড়-প্রাসাদের রাজ্যে তাঁর হারিয়ে যাওয়ার ইচ্ছে বহু দিনের।

রাজস্থানের সংস্কৃতি নিয়ে স্বস্তিকা আগাগোড়াই আগ্রহী। পর্দায় দেখা গড়-প্রাসাদের রাজ্যে তাঁর হারিয়ে যাওয়ার ইচ্ছে বহু দিনের।

০৫ ১০
কখনও জিপে সওয়ার হয়ে পৌঁছে যাচ্ছেন ধুধু মরু প্রান্তরে।

কখনও জিপে সওয়ার হয়ে পৌঁছে যাচ্ছেন ধুধু মরু প্রান্তরে।

Advertisement
০৬ ১০
কখনও আবার শোভনের হাতে হাত রেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছেন ঐতিহাসিক প্রাসাদগুলির দিকে।

কখনও আবার শোভনের হাতে হাত রেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছেন ঐতিহাসিক প্রাসাদগুলির দিকে।

০৭ ১০
 একসঙ্গে কাটানো নানা মুহূর্তদের লেন্সবন্দি করে রাখছেন সযত্নে।

একসঙ্গে কাটানো নানা মুহূর্তদের লেন্সবন্দি করে রাখছেন সযত্নে।

Advertisement
০৮ ১০
লম্বা ঝুলের শ্রাগ, রংবাহারি টপ, খোলা চুল—  মরুদেশে বোহেমিয়ান সাজ বেছে নিয়েছেন স্বস্তিকা। নজর কেড়েছে তাঁর পায়ের ধবধবে সাদা স্নিকার।

লম্বা ঝুলের শ্রাগ, রংবাহারি টপ, খোলা চুল— মরুদেশে বোহেমিয়ান সাজ বেছে নিয়েছেন স্বস্তিকা। নজর কেড়েছে তাঁর পায়ের ধবধবে সাদা স্নিকার।

০৯ ১০
কখনও আবার পাটিয়ালা প্যান্ট, ঢলঢলে টপ আর গলায় কাজ করা চোকারে তাক লাগিয়েছেন কন্যে।

কখনও আবার পাটিয়ালা প্যান্ট, ঢলঢলে টপ আর গলায় কাজ করা চোকারে তাক লাগিয়েছেন কন্যে।

১০ ১০
এ ভাবেই নানা সাজে, প্রেমিককে সঙ্গী করে রাজস্থান দেখলেন স্বস্তিকা। এ বার ছুটি শেষে ঘরে ফেরার পালা। তার পরেই ফের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’। আর ব্যস্ত রুটিন।

এ ভাবেই নানা সাজে, প্রেমিককে সঙ্গী করে রাজস্থান দেখলেন স্বস্তিকা। এ বার ছুটি শেষে ঘরে ফেরার পালা। তার পরেই ফের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’। আর ব্যস্ত রুটিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি