Bollywood Scoop

‘বাবা থাকা তো গুরুত্বপূর্ণ বটেই...’, দুই মেয়েকে একা হাতে বড় করার পর স্বীকারোক্তি সুস্মিতার

২৫-এ পা দেওয়ার আগেই বাড়িতে এনেছিলেন প্রথম সন্তানকে। তার কয়েক বছর পরে দ্বিতীয় সন্তান। একা হাতে বড় করেছেন দুই মেয়েকে। কখনও বাবার অভাব বোধ করেনি তারা? উত্তর দিলেন ‘সিঙ্গল মাদার’ সুস্মিতা সেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৩ ১৬:৪৫
Sushmita Sen with her daughters Renee and Alisha.

মেয়ে রেনে ও আলিশার সঙ্গে সুস্মিতা সেন। ছবি: সংগৃহীত।

প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী তিনি। বলিউডের নামজাদা অভিনেত্রীও। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একাধিক মাইলফলক সিদ্ধান্তের জন্য বার বার চর্চায় উঠে এসেছেন সুস্মিতা সেন। একাধিক বার জীবনে প্রেম এলেও কখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। নিজের শর্তে জীবনযাপন করেছেন। দত্তক নিয়েছেন দুই মেয়েকে, রেনে ও আলিশা। এক জনের বয়স এখন ২৩, অন্য জনের বয়স ১৪। ইতিমধ্যেই বিনোদনের জগতে পা রেখেছেন রেনে। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিচ্ছে আলিশা। একা হাতে দুই মেয়েকে বড় করেছেন সুস্মিতা। দুই মেয়েকে বড় করতে গিয়ে কখনও পুরুষসঙ্গীর অভাব বোধ করেননি তিনি? তাঁর দুই মেয়ে কখনও বাবাকে খোঁজেনি?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গেই মুখ খুললেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী। ওই সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘‘এটা একটা ভীষণ প্রচলিত ধারণা যে, একা মায়ের সন্তানেরা একটু বেশিই বাবার অভাব বোধ করে। বিষয়টা তা নয়। বাবা থাকাটা সন্তানের জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে জীবনে আমরা যেটা কোনও দিন পাইনি, সেটা আমারা কখনও মিস্ করি না। বাবার ক্ষেত্রেও বিষয়টা অনেকটা সে রকমই।’’ মাত্র ২৪ বছর বয়সে রেনেকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। এখন সেই কন্যা ২৩ বছরের তরুণী। ২০১০ সালে দ্বিতীয় সন্তান দত্তক নেন সুস্মিতা। আলিশার বয়স এখন ১৪। দুই মেয়েকে নিয়ে ভরা সংসার তাঁর। কখনও কোনও বিশেষ ব্যক্তি বা সদস্যের অভাব বোধ করেননি তাঁরা, সাফ দাবি সুস্মিতার।

বাবার অভাব যে সুস্মিতা কখনও বুঝতে দেননি দুই মেয়েকে, তা স্পষ্ট তাঁর বড় মেয়ে রেনের পোস্টেই। মাকে ঘিরেই নিজেদের জগৎ সাজিয়েছেন রেনে ও আলিশা। মাতৃদিবসে তো বটেই, আন্তর্জাতিক পিতৃদিবসেও তাই মাকেই শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন রেনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement