Triptii Dimri

বাস্তবেও রণবীরের সঙ্গে ‘অ্যানিম্যাল’-এর মতোই সম্পর্ক! প্রশ্ন শুনে কী করলেন তৃপ্তি?

আগে একাধিক ছবিতে কাজ করলেও এই ছবিই রাতারাতি জনপ্রিয়তা এনে দেয় অভিনেত্রীকে। রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যের জন্য বিতর্কেও পড়তে হয় তৃপ্তিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৮:১৬
Sunil Grover’s comment on Tripti Dimri regarding Animal and Ranbir Kapoor creates controvers

ফের ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কপূরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের জন্য চর্চায় তৃপ্তি ডিমরি। ছবি: সংগৃহীত।

‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কপূরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন তৃপ্তি ডিমরি। তার আগে একাধিক ছবিতে কাজ করলেও এই ছবিই রাতারাতি জনপ্রিয়তা এনে দেয় অভিনেত্রীকে। রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যের জন্য বিতর্কেও পড়তে হয় তৃপ্তিকে। সেই বিতর্ক ফের এক বার উস্কে দিলেন সুনীল গ্রোভার।

Advertisement

‘ভুল ভুলাইয়া’ ছবির প্রচারে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’-তে হাজির হয়েছিলেন তৃপ্তি। তখনই রসিকতা করতে গিয়ে নাকি তৃপ্তিকে নিয়ে একটি বেফাঁস মন্তব্য করেন সুনীল। কৌতুকশিল্পী তৃপ্তিকে প্রশ্ন করেন, “আপনিই ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করেছিলেন?” উত্তরে তৃপ্তি বলেন, “হ্যাঁ, আমিই ছিলাম সেই ছবিতে।”

এই শুনেই বিতর্কিত মন্তব্যটি করে বসেন সুনীল। তিনি ফের প্রশ্ন করেন, “রণবীর কপূরের সঙ্গে আপনি যেটা করলেন, আশা করছি সেটা শুধুই শুটিং ছিল। বাস্তবেও এমন কিছু ঘটেনি তো?” তৃপ্তি হেসে উড়িয়ে দেন ঠিকই। তবে এই প্রশ্ন করেই ট্রোলড হচ্ছেন সুনীল।

এই অংশের ভিডিয়ো দেখে তৃপ্তির অনুরাগীদের দাবি, “এই প্রশ্ন তৃপ্তিকে যথেষ্ট অপ্রস্তুত করেছে।” তবে সুনীল গ্রোভারের অনুরাগীদের দাবি, স্রেফ মজার ছলেই নাকি এই মন্তব্য করেছেন তিনি। তবে অধিকাংশ নেটাগরিকের বক্তব্য, এমন ভাবে কাউকে অপ্রস্তুত করা উচিত নয়।

‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর অভিনীত চরিত্রের স্ত্রীর ভূমিকায় ছিলেন রশ্মিকা মন্দানা। তৃপ্তি অভিনীত চরিত্র জ়োয়ার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ায় রণবীর অভিনীত চরিত্রটি। সেই সম্পর্কের ভিত অবশ্য শুধুই শরীর-নির্ভর। এর জন্য নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয় তৃপ্তিকে। একই সমীকরণ বাস্তবেও রয়েছে কি না, এই প্রশ্ন শুনে তাই থতমত খেয়ে যান অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন