Shah Rukh Khan

‘এখনও শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে’, জন্মদিনে অধরা শাহরুখ নিলেন বড় সিদ্ধান্ত

দিনে ১০০বার ধূমপান করারও রেকর্ড রয়েছে তাঁর। সারা দিন কাজ ও ধূমপানে ডুবে থাকেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১২:৪৫
Shah Rukh Khan

জন্মদিনে বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

৫৯ বছর পূর্ণ করলেন শাহরুখ খান। বয়স যে সংখ্যা মাত্র, তা তিনি প্রমাণ করে দিয়েছেন। আজও তাঁর গালে টোল ফেলা হাসি অনুরাগীদের মনে ঝড় তুলতে পারে। তবে এ বছরের জন্মদিনে অনুরাগীদের হতাশ করেছেন বাদশাহ। প্রতি বছরের মতো মন্নতের ছাদ থেকে দর্শন দেননি তিনি। দেখা দিয়েছিলেন বাল গন্ধর্ব রঙ্গ মন্দিরে। ওই প্রেক্ষাগৃহে কিছু ভক্তের সামনেই জন্মদিনেই এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার করেছেন শাহরুখ।

Advertisement

দিনে ১০০বার ধূমপান করারও রেকর্ড রয়েছে তাঁর। সারা দিন কাজ ও ধূমপানে ডুবে থাকেন তিনি। এ বছরের জন্মদিনে সেই অভ্যেসেই ইতি টানলেন বাদশাহ। ধূমপান ছাড়ার প্রতিজ্ঞা করেছেন তিনি। শাহরুখের একটি ফ্যানপেজ থেকে একটি ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়। সেখানেই শাহরুখকে বলতে শোনা যায়, তিনি আর ধূমপান করবেন না। শাহরুখ বলেছেন, “একটা ভাল বিষয় ঘটছে। বন্ধুগণ, আমি ধূমপান করা ছেড়ে দিচ্ছি।”

ধূমপান ছাড়ার পর শ্বাস-প্রশ্বাস নিতে কম অসুবিধা হচ্ছে বলে জানান অভিনেতা। তবে অভ্যেসে বদল আনতে বেশ বেগ পেতে হচ্ছে তাঁকে। শাহরুখের কথায়, “আমার মনে হয়েছিল, আমার আর শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হবে না। তবে এখনও সামান্য সমস্যা রয়েছে। ঈশ্বরের কৃপায় আশা করি সেটাও ঠিক হয়ে যাবে।”

চলতি বছরের মে মাসে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ। তার পরে কিছু দিন বিশ্রাম নিয়ে ফের রোজের কাজে ফিরেছিলেন তিনি। অনুরাগীরা চিন্তায় পড়েছিলেন। সেই সময়ে নেটাগরিকেরাও অনুরোধ করেছিলেন, এ বার ধূমপানে রাশ টানা উচিত শাহরুখের।

উল্লেখ্য, শাহরুখের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ডাঙ্কি’। বর্তমানে তিনি সুজয় ঘোষের ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত। সেই ছবির কাজ নিয়েই ব্যস্ত শাহরুখ।

Advertisement
আরও পড়ুন