(বাঁ দিকে) সুনীল শেট্টি। কেএল রাহুল- আথিয়া শেট্টি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
চলতি বছর ভারতীয় ক্রিকেট তারকা কেএল রাহুলকে বিয়ে করেন সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি। চোটের কারণে দলের বাইরে রয়েছেন রাহুল। অস্ত্রোপচার হয়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। খুব শীঘ্রই হয়ত জাতীয় দলে ফিরতে চলেছেন এই ক্রিকেট তারকা। মেয়ে আথিয়ার সঙ্গে রাহুলের বিয়ে নিয়ে খুশি গোটা শেট্টি পরিবার। তবে জামাই রাহুলকে এক বিশেষ পরামর্শ দিলেন শ্বশুর সুনীল। পাশপাশি মেয়ে আথিয়াকে দিলেন সুখী দাম্পত্যের পাঠ।
সুনীল ও তাঁর স্ত্রী মানা শেট্টির প্রায় ২৪ বছরের দাম্পত্য জীবন। বলিউডের অন্যতম সফল দম্পতি তাঁরা। তাই মেয়ে আথিয়াকে ও সুখী দাম্পত্যের পাঠ দিলেন সুনীল। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, মেয়ে যখন প্রথম তাঁকে বলিউডে পা রাখার কথা বলেন তখন প্রথমেই পরামর্শ দিয়েছিলেন সাফল্য নিয়ে ভয় পেলে চলবে না। ব্যর্থতাকে গ্রহণ করার সাহস রাখতে হবে। তবে কেরিয়ারের পাশপাশি আথিয়াকে বিয়ে নিয়ে সুনীল পরামর্শ দেন, ‘‘সঙ্গী এমন হবে, যাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবে। পাশাপাশি মনে রাখতে হবে, রাহুল একজন ক্রীড়াবিদ। তাকে অনবরত ভ্রমণ করতে হয়। তুমি সব সময় তার সঙ্গে থাকতে পারবে না। সেও তোমাকে সঙ্গ দিতে পারবে না। অভিনেতার মতো খেলোয়াড়দেরও জীবনে অনবরত ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়। ’’
তবে মেয়ে আথিয়ার জীবনসঙ্গী হিসেবে রাহুলকে নির্বাচন করায় খুশি অভিনেতা। এমন স্বামী পাওয়া আথিয়ার সৌভাগ্য বলেই মনে করেন সুনীল। তবে জামাইকে একটা পরামর্শ দিয়েছেন বেশি ভাল না হওয়ার। অভিনেতা বলেন, ‘‘এতটা ভাল মানুষ হওয়ারও দরকার নেই, যাতে লোকে তোমার ভালত্বকেই গুরুত্ব দেয়, তোমাকে নয়। আমি সব সময় আথিয়াকে বলি, তোমার সৌভাগ্য এমন স্বামী পাওয়া।’’