ঢাক উৎসবে সন্দীপ ভুতোরিয়া
ভারতের শৈল্পিক ঐতিহ্য সংরক্ষণ হোক বা মানুষের সাহায্যে পাশে দাঁড়ানো— মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গাপুজো ঢাক উৎসব-এর চেয়ারম্যান সন্দীপ ভুতোরিয়া কোনও কিছুতেই পিছিয়ে নেই। জন্মসূত্রে রাজস্থান, কর্মসূত্রে কলকাতা। এই শহরে প্রভা খাইতান ফাউন্ডেশন এবং এডুকেশন ফর অল ট্রাস্ট— এই দু’টি স্বেচ্ছাসেবী সংস্থার ট্রাস্টি তিনি। মহিলাদের ক্ষমতায়ন এবং দুঃস্থ শিশুদের শিক্ষাদানের একাধিক প্রকল্পের সূচনা করেছেন সন্দীপ ভুতোরিয়া। লোকসংস্কৃতি সংরক্ষণের জন্য বিভিন্ন রাজ্যের শিল্পীদের উৎসাহ দেওয়া, আর্থিক সাহায্য করার নমুনাও রয়েছে সন্দীপ ভুতোরিয়ার ঝুলিতে।
ভ্রমণপিপাসু সন্দীপ ভুতোরিয়া আয়োজিত ঢাক উৎসবে ভারতবর্ষের বিভিন্ন এলাকার মানুষ একত্রিত হয়েছিলেন। বাদ্যি বাজিয়ে মেতে উঠেছিলেন নাচে, গানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক রাজ্যের শিল্পীরা। মহালয়া উপলক্ষ্যে সেই অনুষ্ঠানেই মুক্তি পেল সঙ্গীতশিল্পী বিক্রম ঘোষের নতুন গান। যেখানে গান গেয়েছেন হরিহরণ, শান, অমিত কুমার, মহালক্ষ্মী আইয়ার, জুবিন গর্গ, কৌশিকী চক্রবর্তী প্রমুখ। ধুনুচি নাচ, ঢাক বাজানোর পাশাপাশি বহু শিল্পী গান গাইলেন এই অনুষ্ঠানে। নানা ধরনের শিল্পমাধ্যমে বর্ণময় হয়ে উঠল বুধবারের সন্ধ্যা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন গৌরী বসু। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এবং আনন্দবাজার অনলাইনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ঢাক উৎসব। আয়োজক ছিলেন মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটির সভাপতি অশোক জয়সোয়াল এবং সন্দীপ।
ঢাক উৎসবের আয়োজক হিসেবে সন্দীপ বললেন, ‘‘এ এক অদ্ভুত সময়। পৃথিবী জুড়ে করোনার দাপাদাপি। চার দিকে মৃত্যুর মিছিল। তবু কাশফুল ফোটে, সময়ের নিয়মে প্রকৃতিতে আসে শরৎ,আর শরৎ আসা মানেই মা আনন্দময়ীর আগমন। প্রতি বারের মতো মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গোৎসব কমিটি ঢাক উৎসবের আয়োজন করেছে। বিক্রম ঘোষের জাদুতে ‘আজ বাজা তুই ঢাক’ অনুষ্ঠানে যোগ দিয়ে সবাই অঙ্গীকার করি এক অতিমারী মুক্ত পৃথিবীর।’’