Bikram Ghosh

Dhak Utsav: সন্দীপ ভুতোরিয়া আয়োজিত মহালয়ায় বিক্রম ঘোষের নতুন গান, শহরে বলিউডের সঙ্গীতশিল্পীরা

শান বঙ্গতনয় হয়েও এর আগে পুজোর সময়ে কলকাতায় থাকেননি। এ বার কাজের সুবাদে তিনি কলকাতার পুজো উপভোগ করবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ২০:৫৫
০১ ১৪
মহালয়ায় নতুন গান বিক্রম ঘোষের। পুজোর আগমনী গান মুক্তি উপলক্ষ্যে বুধবার একত্র হলেন তাবড় শিল্পীরা। ঢাকের তালে জমে উঠল কলকাতার হোটেল।

মহালয়ায় নতুন গান বিক্রম ঘোষের। পুজোর আগমনী গান মুক্তি উপলক্ষ্যে বুধবার একত্র হলেন তাবড় শিল্পীরা। ঢাকের তালে জমে উঠল কলকাতার হোটেল।

০২ ১৪
বলি গায়ক হরিহরণ, শান, অমিত কুমার, বিক্রম ঘোষ, গায়িকা মহালক্ষ্মী আইয়ার, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, জয়া শীল, সায়ন্তনী গুহঠাকুরতা, শ্রেয়া পাণ্ডে, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখের উপস্থিতিতে ঝলমলে আইটিসি সোনার।

বলি গায়ক হরিহরণ, শান, অমিত কুমার, বিক্রম ঘোষ, গায়িকা মহালক্ষ্মী আইয়ার, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, জয়া শীল, সায়ন্তনী গুহঠাকুরতা, শ্রেয়া পাণ্ডে, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখের উপস্থিতিতে ঝলমলে আইটিসি সোনার।

০৩ ১৪
মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গাপুজো ঢাকোৎসব-এ বিক্রম ঘোষ তাঁর নতুন গান প্রকাশ করলেন। যেখানে গান গেয়েছেন হরিহরণ, শান, অমিত কুমার, সোনা মহাপাত্র, মহালক্ষ্মী আইয়ার, জুবিন গর্গ, কৌশিকী চক্রবর্তী।

মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গাপুজো ঢাকোৎসব-এ বিক্রম ঘোষ তাঁর নতুন গান প্রকাশ করলেন। যেখানে গান গেয়েছেন হরিহরণ, শান, অমিত কুমার, সোনা মহাপাত্র, মহালক্ষ্মী আইয়ার, জুবিন গর্গ, কৌশিকী চক্রবর্তী।

Advertisement
০৪ ১৪
মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গাপুজো ঢাক উৎসব-এর চেয়ারম্যান সন্দীপ ভুতোরিয়া এই অনুষ্ঠানের মূল আয়োজক।

মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গাপুজো ঢাক উৎসব-এর চেয়ারম্যান সন্দীপ ভুতোরিয়া এই অনুষ্ঠানের মূল আয়োজক।

০৫ ১৪
তিনি বললেন, ‘‘এ এক অদ্ভুত সময়। পৃথিবী জুড়ে করোনার দাপাদাপি। চার দিকে মৃত্যুর মিছিল। তবু কাশফুল ফোটে, সময়ের নিয়মে প্রকৃতিতে আসে শরৎ,আর শরৎ আসা মানেই মা আনন্দময়ীর আগমন। প্রতি বারের মতো মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গোৎসব কমিটি ঢাক উৎসবের আয়োজন করেছে। বিক্রম ঘোষের জাদুতে ‘আজ বাজা তুই ঢাক’ অনুষ্ঠানে যোগ দিয়ে সবাই অঙ্গীকার করি এক অতিমারী মুক্ত পৃথিবীর।’’

তিনি বললেন, ‘‘এ এক অদ্ভুত সময়। পৃথিবী জুড়ে করোনার দাপাদাপি। চার দিকে মৃত্যুর মিছিল। তবু কাশফুল ফোটে, সময়ের নিয়মে প্রকৃতিতে আসে শরৎ,আর শরৎ আসা মানেই মা আনন্দময়ীর আগমন। প্রতি বারের মতো মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গোৎসব কমিটি ঢাক উৎসবের আয়োজন করেছে। বিক্রম ঘোষের জাদুতে ‘আজ বাজা তুই ঢাক’ অনুষ্ঠানে যোগ দিয়ে সবাই অঙ্গীকার করি এক অতিমারী মুক্ত পৃথিবীর।’’

Advertisement
০৬ ১৪
ধুনুচি নাচ, ঢাক বাজানোর পাশাপাশি বহু শিল্পী গান গাইলেন এই অনুষ্ঠানে। নানা ধরনের শিল্পমাধ্যমে বর্ণময় হয়ে উঠল বুধবারের সন্ধ্যা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন গৌরী বসু।

ধুনুচি নাচ, ঢাক বাজানোর পাশাপাশি বহু শিল্পী গান গাইলেন এই অনুষ্ঠানে। নানা ধরনের শিল্পমাধ্যমে বর্ণময় হয়ে উঠল বুধবারের সন্ধ্যা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন গৌরী বসু।

০৭ ১৪
ঢাকের তালে মঞ্চেই নেচে উঠলেন হরিহরণ। সঙ্গ দিলেন শান।

ঢাকের তালে মঞ্চেই নেচে উঠলেন হরিহরণ। সঙ্গ দিলেন শান।

Advertisement
০৮ ১৪
অনুষ্ঠানের শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তারকারা। বিক্রম বললেন, ‘‘ঢাককে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্যই আমার এই উদ্যোগ। পঞ্জাবি ঢোল কিন্তু গোটা ভারতের মানুষের কাছে পৌঁছে গিয়েছে। কিন্তু আমাদের বাংলার ঢাককে মানুষ সে ভাবে চেনে না।’’

অনুষ্ঠানের শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তারকারা। বিক্রম বললেন, ‘‘ঢাককে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্যই আমার এই উদ্যোগ। পঞ্জাবি ঢোল কিন্তু গোটা ভারতের মানুষের কাছে পৌঁছে গিয়েছে। কিন্তু আমাদের বাংলার ঢাককে মানুষ সে ভাবে চেনে না।’’

০৯ ১৪
প্রত্যেকেই বিক্রম ঘোষের প্রশংসায় পঞ্চমুখ। বিক্রমের বাজনার অভিনবত্বে মুগ্ধ শাশ্বত বললেন, ‘‘বিক্রম তাঁর বাজনার কৌশল কেবল ঢাকে সীমাবদ্ধ রাখেননি। গাল বা বুকে নিয়ে এসেছেন। সঙ্গীত নিয়ে তাঁর পরীক্ষানিরীক্ষায় আমি অভিভূত।’’

প্রত্যেকেই বিক্রম ঘোষের প্রশংসায় পঞ্চমুখ। বিক্রমের বাজনার অভিনবত্বে মুগ্ধ শাশ্বত বললেন, ‘‘বিক্রম তাঁর বাজনার কৌশল কেবল ঢাকে সীমাবদ্ধ রাখেননি। গাল বা বুকে নিয়ে এসেছেন। সঙ্গীত নিয়ে তাঁর পরীক্ষানিরীক্ষায় আমি অভিভূত।’’

১০ ১৪
শান বঙ্গতনয় হয়েও এর আগে পুজোর সময়ে কলকাতায় থাকেননি। এ বার কাজের সুবাদে তিনি কলকাতার পুজো উপভোগ করবেন। মহালয়ার থেকেই শহর যে ভাবে সেজে উঠেছে, তাতে আপ্লুত শান।

শান বঙ্গতনয় হয়েও এর আগে পুজোর সময়ে কলকাতায় থাকেননি। এ বার কাজের সুবাদে তিনি কলকাতার পুজো উপভোগ করবেন। মহালয়ার থেকেই শহর যে ভাবে সেজে উঠেছে, তাতে আপ্লুত শান।

১১ ১৪
দেবশ্রী গঙ্গোপাধ্যায় জানালেন, এ বার তাঁদের পরিবারের পুজোয় অন্য মাত্রা যোগ হয়েছে তাঁর বোন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভানের জন্য। তাঁকে সাজানো নিয়ে মেতে রয়েছে গোটা পরিবার।

দেবশ্রী গঙ্গোপাধ্যায় জানালেন, এ বার তাঁদের পরিবারের পুজোয় অন্য মাত্রা যোগ হয়েছে তাঁর বোন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভানের জন্য। তাঁকে সাজানো নিয়ে মেতে রয়েছে গোটা পরিবার।

১২ ১৪
সঙ্গীতানুষ্ঠানে মুগ্ধ অভিনেত্রী শ্রেয়া পাণ্ডেও। অনুরাধা বললেন, ‘‘ছোটবেলায় পুজোয় নতুন গান মুক্তির জন্য অপেক্ষা করতাম। আজ সে কথা মনে পড়ছে।’’

সঙ্গীতানুষ্ঠানে মুগ্ধ অভিনেত্রী শ্রেয়া পাণ্ডেও। অনুরাধা বললেন, ‘‘ছোটবেলায় পুজোয় নতুন গান মুক্তির জন্য অপেক্ষা করতাম। আজ সে কথা মনে পড়ছে।’’

১৩ ১৪
সায়ন্তনী বললেন, ‘‘মহালয়ার দিন এ রকম একটি সুরেলা বিকেল পাব, ভাবতে পারিনি। খুব আনন্দ করলাম।’’ অনুষ্ঠানের

সায়ন্তনী বললেন, ‘‘মহালয়ার দিন এ রকম একটি সুরেলা বিকেল পাব, ভাবতে পারিনি। খুব আনন্দ করলাম।’’ অনুষ্ঠানের

১৪ ১৪
ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এবং আনন্দবাজার অনলাইনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ঢাক উৎসব। আয়োজক ছিলেন মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটির সভাপতি অশোক জয়সোয়াল এবং চেয়ারম্যান সন্দীপ ভুতোরিয়া।

ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এবং আনন্দবাজার অনলাইনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ঢাক উৎসব। আয়োজক ছিলেন মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটির সভাপতি অশোক জয়সোয়াল এবং চেয়ারম্যান সন্দীপ ভুতোরিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি