Agastya Nanda Birthday

খুনসুটিতেই প্রেমের রসায়ন! অগস্ত্যের জন্মদিনেই কি প্রেমে সিলমোহর দিলেন সুহানা?

অগস্ত্যের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন সুহানা। শাহরুখ-কন্যা মজার ছলে কান ধরে রয়েছেন অগস্ত্যের। খুনসুটির মাঝেও দু’জনের প্রেমের রসায়ন ধরা পড়েছে এই ছবিতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৬:০৬
Suhana Khan shares a loving photo to wish Agastya Nanda on his birthday

অগস্ত্যের জন্মদিনেই কি প্রেমে সিলমোহর দিলেন সুহানা? ছবি: সংগৃহীত।

২৪ বছরে পা রাখলেন অগস্ত্য নন্দা। ইতিমধ্যেই ‘দ্য আর্চিজ়’ ছবিতে অমিতাভ বচ্চনের নাতির অভিনয় দেখেছে দর্শক। তবে অভিনয়ে পা রাখার আগে থেকেই চর্চায় তিনি। বলিউডের আর এক তারকা-সন্তান সুহানা খানের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে একাধিক বার। বলিপাড়ায় বহু দিন ধরেই গুঞ্জন, অগস্ত্য ও সুহানা নাকি সম্পর্কে। তবে কেউই এই বিষয়ে এখনও মুখ খোলেননি। অগস্ত্যের জন্মদিনে কি পরোক্ষ ভাবে গুঞ্জনে সিলমোহর দিলেন সুহানা?

Advertisement

ইনস্টাগ্রাম স্টোরিতে অগস্ত্যের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন সুহানা। শাহরুখ-কন্যা মজার ছলে কান ধরে রয়েছেন অগস্ত্যের। খুনসুটির মাঝেও দু’জনের প্রেমের রসায়ন ধরা পড়েছে এই ছবিতে। যদিও প্রেম নিয়ে বরাবরই মুখে কুলুপ তাঁদের। তবে বিভিন্ন অনুষ্ঠানে একই সঙ্গে দেখা যায় এই চর্চিত যুগলকে। কিছু দিন আগেই দীপাবলিতে এক অনুষ্ঠানে নজর কেড়েছিলেন একসঙ্গে।

জ়োয়া আখতারের ‘দ্য আর্চিজ়’ ছবির শুটিং থেকে অগস্ত্য ও সুহানার সম্পর্কের জল্পনা ঘনীভূত হয়। গত বছর একসঙ্গে তাঁরা ছুটি কাটাতে গিয়েছিলেন বলেও শোনা যায়। অমিতাভ বচ্চনের ‘কউন বনেগা ক্রোড়পতি’-তেও একটি পর্বে একসঙ্গে গিয়েছিলেন তাঁরা।

সুহানা ও অগস্ত্যের সম্পর্ক নিয়ে তাঁদেরই এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, “অবশ্যই ওদের নিয়ে কৌতূহল থাকবে সকলের। তাই নানা রকম গুঞ্জন হওয়াটাই স্বাভাবিক। এতে আমার আলাদা করে কিছু মনে হয় না। তবে সুহানা আর অগস্ত্য সত্যিই কি সম্পর্কে রয়েছে? তাদের দেখে কিন্তু বোঝার উপায় নেই। তাই আমারও একটু সন্দেহ রয়েছে।”

সুহানা ছাড়াও, অগস্ত্যের বোন নব্যা নভেলিও জন্মদিন নিয়ে একটি পোস্ট করেছেন। শৈশবের মুহূর্ত ধরা পড়েছে তাঁর ছবিতে।

Advertisement
আরও পড়ুন