Naga Chaitanya

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরে নতুন অধ্যায়! নাগা বললেন, ‘শোভিতাই শূন্যতা পূর্ণ করেছে’

শনিবার নাগার জন্মদিন। বিশেষ দিন উদ্‌যাপন করতে হবু স্ত্রীকে নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন গোয়ায়। রয়েছেন পরিবারের ঘনিষ্ঠেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৪:২৩
Naga Chaitanya says that Shobhita Dhulipala filled void in his life

সামান্থার পরে নাগা চৈতন্যের জীবনে শূন্যতা ভরেছেন শোভিতা! ছবি: সংগৃহীত।

বাগ্দান পর্ব সেরেছেন আগেই। এখন বিয়ের প্রস্তুতি চলছে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার পরিবারে। আগামী ৪ ডিসেম্বর চারহাত এক হতে চলেছে। এই সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পরেই কটাক্ষ ধেয়ে এসেছিল নাগার দিকে। বিশেষ করে প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অনুরাগীদের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

Advertisement

২০১৭ সালে বিয়ে সারেন সামান্থা ও নাগা চৈতন্য। সামান্থার অভিব্যক্তি ও বক্তব্যে বার বার নাগার প্রতি তাঁর প্রেম প্রকাশ্যে এসেছে। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ২০২১-এ বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। শোভিতা ধুলিপালার জন্যই নাকি তাঁদের দাম্পত্যে চিড় ধরেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য জানালেন, তাঁর জীবনে শূন্যতা ভরাট করেছেন শোভিতা।

বিয়ের ঠিক আগেই হবু স্ত্রী সম্পর্কে এই মন্তব্য করেছেন নাগা। জীবনের নতুন অধ্যায় নিয়ে তিনি বলেছেন, “শোভিতার সঙ্গে নতুন জীবন শুরু করার অপেক্ষায় রয়েছি। ওর সঙ্গে জীবনটা উদ্‌যাপন করতে চাই। ওর সঙ্গে আমি নিজেকে খুব ভাল ভাবে মেলাতে পারি। ও আমাকে খুব ভাল বোঝে। আমার মধ্যে সব শূন্যতা ও পূরণ করে দিতে পারে। আমি জানি, খুব সুন্দর হবে এই নতুন অধ্যায়।”

শনিবার নাগার জন্মদিন। বিশেষ দিন উদ্যাপন করতে হবু স্ত্রীকে নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন গোয়ায়। যোগ দিয়েছেন চলচ্চিত্র উৎসবেও। রয়েছেন পরিবারের ঘনিষ্ঠরা। দক্ষিণী রীতি মেনেই শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ে হচ্ছে। ৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিয়ো। হায়দরাবাদের বান্‌জ়ারা হিল্‌সে ২২ একর জুড়ে অবস্থিত পারিবারিক এই স্টুডিয়োয় নাগা-শোভিতার বিবাহবাসর বসতে পারে। তবে পুরোটাই হবে শোভিতাদের পরিবারের নিয়ম অনুসারে। বিয়ের আচার-অনুষ্ঠান হবে তেলুগু নিয়মে।

Advertisement
আরও পড়ুন