Sreemoyee Chattoraj

‘কৃষভি তত দিনে গর্ভে সাত মাস কাটিয়ে ফেলেছে’, প্রিয়জনের মাঝে কেমন কেটেছিল শ্রীময়ীর সাধ?

পরনে বেগুনি রঙের শাড়ি, হলুদ ব্লাউজ়। সঙ্গে মানানসই সোনার গয়না। খোঁপায় সাদা ফুল। ছবিতে দেখা যাচ্ছে শ্রীময়ীর সামনে সাজানো ভূরিভোজ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৯:১২
Sreemoyee Chattoraj shares photos from her baby shower ceremony

সাধের ছবি প্রকাশ্যে আনলেন শ্রীময়ী চট্টরাজ। ছবি: সংগৃহীত।

দীপাবলিতে কাঞ্চন-শ্রীময়ীর ঘরে এসেছে লক্ষ্মী। কন্যা সন্তানের অভিভাবক তাঁরা। তবে এই সুখবর গোপনই রেখেছিলেন দম্পতি। সন্তান হওয়ার পরেই সেই খবর প্রকাশ্যে আনেন তাঁরা। তার পর থেকে অন্তঃসত্ত্বা অবস্থার বিভিন্ন অভিজ্ঞতার খবর ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ।

Advertisement

গর্ভাবস্থার সাত মাসে পরিবার পরিজনের সঙ্গে সাধ-এর অনুষ্ঠান পালন করেছেন শ্রীময়ী। তবে সেই ছবি এত দিন ছিল আড়ালে। অবশেষে সাধের অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আনলেন শ্রীময়ী।

পরনে বেগুনি রঙের শাড়ি, হলুদ ব্লাউজ়। সঙ্গে মানানসই সোনার গয়না। খোঁপায় সাদা ফুল। ছবিতে দেখা যাচ্ছে শ্রীময়ীর সামনে সাজানো ভূরিভোজ। পিছনে রয়েছেন কাঞ্চন মল্লিক, অভিনেতা ও উত্তরপাড়ার বিধায়ক, কৃষভির বাবা।

পরিবারের সঙ্গে সাধ অনুষ্ঠানে শ্রীময়ী।

পরিবারের সঙ্গে সাধ অনুষ্ঠানে শ্রীময়ী। ছবি: সংগৃহীত।

সেই ছবির সঙ্গে শ্রীময়ী লিখেছেন, “সাধের অনুষ্ঠান। কৃষভি এত দিনে আমার মধ্যে সাত মাস কাটিয়ে ফেলেছিল। এই দিনটা আমাদের জন্য খুব মূল্যবান ছিল। প্রিয়জনেরা আমাদের এই দিন ভালবাসা ও আন্তরিকতায় ঘিরে রেখেছিলেন। আমরা সত্যিই কৃতজ্ঞ কৃষভির জন্য আপনাদের থেকে শুভেচ্ছা পেয়ে।”

সন্তানের জন্মের কয়েক দিন পরেই স্ফীতোদরের ছবিও প্রকাশ্যে এনেছেন শ্রীময়ী। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, “এ এক দীর্ঘ সফর। টানা ৯ মাসের সফর। বহু আবেগের মুহূর্ত রয়েছে। শারীরিক দিক থেকেও ওঠাপড়া লেগে থেকেছে। আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়েচড়ে উঠত। এই অনুভূতি সত্যিই অসাধারণ।”

তিনি আরও লেখেন, “অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে আমার ছোট্ট পরীর আগমন হয়েছে। ওকে নিজের চোখে দেখার পরে বুঝেছি, সে সব যন্ত্রণা, আবেগের ওঠাপড়া এই আনন্দের কাছে কিছুই না।”

Advertisement
আরও পড়ুন