Kanchan-Sreemoyee

হাসপাতালে শ্রীময়ী, সারা রাত জেগে কী করেন কাঞ্চন? প্রেমের ইস্তাহারে জানালেন অভিনেত্রী

মেয়ের জন্মের আগে ও পরে শ্রীময়ীকে কী কী ভাবে সহ্য করেছেন কাঞ্চন! খোলা চিঠিতে লিখলেন তারকা-পত্নী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১২:৪৯
শ্রীময়ীকে যত্নের ত্রুটি রাখছেন না কাঞ্চন।

শ্রীময়ীকে যত্নের ত্রুটি রাখছেন না কাঞ্চন। ছবি:ফেসবুক।

লক্ষ্মী এসেছে কাঞ্চন-শ্রীময়ীর সংসারে। ২ নভেম্বর কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন তারকা দম্পতি। এখন হাসপাতালে শ্রীময়ী চট্টোরাজ। স্ত্রীকে এক মুহূর্তে কাছছাড়া করছেন না কাঞ্চন মল্লিক। নিজেই স্ত্রী ও সদ্যোজাত কন্যার দেখভাল করছেন উত্তরপাড়ার বিধায়ক। এমনকি স্ত্রীকে চা পর্যন্ত খাইয়ে দিচ্ছেন! এমন যত্ন পেয়ে আপ্লুত মিসেস মল্লিক। হাসপাতালে শুয়েই প্রেমের ইস্তাহার পাঠালেন স্বামী কাঞ্চনের জন্যে।

Advertisement

প্রেম থেকে বিয়ে পর্যন্ত নানা কটাক্ষ শুনতে হয়েছে শ্রীময়ীকে। দীর্ঘ ১২ বছরের চেনাজানা। প্রায় এক দশকের বন্ধুত্বের পর সম্পর্ক পরিণতি পেয়েছে। বিয়ের আগে হোক বা পরে, শ্রীময়ীর জীবনে ভালমন্দের সাথী স্বামী কাঞ্চন। স্বামী হাতে ধরে চা খাইয়ে দিচ্ছেন, এমন একটি ছবিও ভাগ করে নিয়েছেন শ্রীময়ী। সঙ্গে লিখেছেন, “ভাল কিংবা খারাপ, সব পরিস্থিতিতেই যে মানুষটা আমার পাশে থেকেছে, বিয়ের অনেক আগে থেকেই সে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার মাতৃত্বের সফরের প্রথম দিন থেকে যে মানুষটা আমার খেয়াল রেখেছে, আমার শরীরের যত্ন নিয়েছে। আমার সব আবদার মিটিয়েছে, আমার মুড সুইংস হাসিমুখে সহ্য করেছে।”

তবে মেয়ের হওয়ার পর সেই যত্ন যেন আরও বেড়ে গিয়েছে। স্বামীর জন্য এই নতুন জীবনকে পৃথিবীতে আনতে পেরেছেন বলে কৃতজ্ঞতাও জানিয়েছেন শ্রীময়ী। তিনি আরও লেখেন, “মেয়ের যত্ন নিচ্ছে, রাতে আমার সঙ্গে বার বার উঠছে কেবিনে... হয়তো তোমার জন্যই আমি একটা নতুন জীবন এই পৃথিবীতে আনতে পারলাম সুস্থ ভাবে। এই মানুষটা আমাকে পৃথিবীর সেরা উপহার দিয়েছে, তোমাকে বড্ড ভালবাসি।”

Advertisement
আরও পড়ুন