Srabanti Chatterjee

Srabanti Chatterjee: হাতে পানীয়ের গ্লাস, খোলামেলা পোশাক, মলদ্বীপে শ্রাবন্তীর ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে

ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি দিলেন শ্রাবন্তী। আপাতত তাঁর ঠিকানা মলদ্বীপের বিলাসবহুল রিসর্ট।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২১ ১৭:২১
শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

কলকাতা তাঁর শহর। তাঁর কাজের জায়গা, পরিবারের জায়গা। আবার একই সঙ্গে এই শহরেই তাঁকে ঘিরে হাজার বিতর্ক। তাই সমস্ত কোলাহল থেকে দূরে নীল জলের দেশে হারিয়ে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি দিলেন শ্রাবন্তী। আপাতত তাঁর ঠিকানা মলদ্বীপের বিলাসবহুল রিসর্ট। ছবিতে দেখা যাচ্ছে, সাদা লম্বা ঝুলের শার্ট পরে নীল জলের পাশে দাঁড়িয়ে তিনি। উন্মুক্ত পা দৃশ্যমান। অভিনেত্রীর মুখে হাসি, হাতে পানীয়ের গ্লাস। তাঁর চোখ ঢেকেছে কালো চশমায়। এই ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘হাসি এমন এক জিনিস, যা ক্ষণিকেই ছুটির আমেজ দিতে পারে’। দূর দেশে শ্রাবন্তীর ছুটি কাটানোর ছবি দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। তাঁর পোস্টের মন্তব্য বাক্সে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায় সে কথা।

Advertisement

গত রবিবারই শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠেছিল মলদ্বীপে ঘুরতে যাওয়ার নানা ঝলক। একই ভাবে অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষের ইনস্টাগ্রামও ভরেছিল ছুটি কাটানোর নানা ছবিতে। এ বার শ্রাবন্তীও নাম লেখালেন সেই তালিকায়। শোনা যাচ্ছে, শ্রাবন্তীর প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও তাঁদের সঙ্গী হয়েছেন এই সফরে। তবে এখনও পর্যন্ত গুঞ্জনে সিলমোহর বসাননি শ্রাবন্তী।

Advertisement
আরও পড়ুন