Ayushmann Khurana

Ayushmann Khurana: ‘অনেক’-এ তুখোড় অফিসার আয়ুষ্মান, বিশেষ ঝলকের সাক্ষী রইল কলকাতা

‘অনেক’ নিয়ে বাড়ছে কৌতূহল। তুখোড় অফিসার আয়ুষ্মান খুরানা কি এ বারেও নজর কাড়বেন। ছবির বিশেষ ঝলক মুক্তি পেল কলকাতায়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মে ২০২২ ১৭:৪১
ফের শোরগোল ফেলবেন আয়ুষ্মান?

ফের শোরগোল ফেলবেন আয়ুষ্মান?

এক নয়, অনেক চরিত্রেই বার বার নজর কেড়েছেন আয়ুষ্মান খুরানা। নতুন ছবি ‘অনেক’-এ তিনি কেমন চরিত্রে? তারই এক বিশেষ ঝলকের সাক্ষী রইল কলকাতা। এ শহরেই মুক্তি পেল ছবির বিশেষ অ্যাকশন প্রোমো।

‘অনেক’-এ এই প্রথম ছদ্মবেশী গোয়েন্দা অফিসার আমন ওরফে যোশুয়ার ভূমিকায় আয়ুষ্মান। উত্তর পূর্ব ভারতে এই রাজনৈতিক অ্যাকশন থ্রিলার-ধর্মী ছবিতে তাঁর হাতেই দুষ্টের দমন শিষ্টের পালনের ভার। ছবি জুড়ে থাকবে দুরন্ত সব অ্যাকশন। সেই সব দৃশ্যের এক ছোট্ট কোলাজ নিয়ে তৈরি হয়েছে ছবির এই বিশেষ প্রচার ঝলক। কলকাতায় প্রচার ঝলকের মুক্তি উপলক্ষে জড়ো হয়েছিলেন অনুরাগীরা। তাঁদের অনেকের সাজেই ছবির থিম-মিলন্তি।

Advertisement

‘অনেক’-এর চরিত্র নিয়ে নিজেও উচ্ছ্বসিত আয়ুষ্মান। তাঁর কথায়, ‘‘অভিনেতা হিসেবে আমার কাছে এ ছবিটা একেবারে অন্য রকম। এই প্রথম এক ছদ্মবেশী অফিসারের চরিত্রে থাকছি। যে ঝকঝকে, নিজের কাজে তুখোড়। আন্তর্জাতিক অভিনেতা-পরিচালক স্টেফান রিখটার এবং রিয়াজের কাছে বিশেষ প্রশিক্ষণ নিয়েছি। বন্দুক ধরা থেকে ভাবভঙ্গী— সবটাই শিখেছি, ঘষামাজা করেছি নিজেকে। যাতে চরিত্রটাকে একেবারে নিখুঁত করে ফোটাতে পারি।’’

অনুভব সিংহের পরিচালনায় ‘অনেক’-এ আয়ুষ্মানের বিপরীতে অ্যান্ড্রিয়া কেভিচুজা। আগামী ২৭ মে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি ঘিরে ক্রমেই বাড়ছে দর্শকদের কৌতূহল।

Advertisement
আরও পড়ুন