Alia Bhatt

দুই মেয়েকে বাদ দিয়ে নিজে বিমানের প্রথম শ্রেণিতে! মুখ খুলেই সমালোচনার মুখে আলিয়ার মা

আলিয়া ভট্ট এবং শাহীন ভট্ট, দুই মেয়ের মা সোনি রাজ়দান। তিনি নিজেও পেশাদার অভিনেত্রী। ‘রাজ়ি’ ছবিতে আলিয়ার মায়ের চরিত্রেই অভিনয় করেছিলেন সোনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ ১৮:০৫
Soni Razdan and Alia Bhatt.

সোনি রাজ়দান ও আলিয়া ভট্ট। ছবি: সংগৃহীত।

মহেশ ভট্টের স্ত্রী এবং আলিয়া ভট্টের মা হিসাবে পরিচিত হলেও এক জন পেশাদার অভিনেত্রী সোনি রাজ়দান। জন্মসূত্রে ব্রিটিশ হলেও মুম্বইয়েই বড় হয়েছেন সোনি। ইংরেজির পাশাপাশি, হিন্দি ভাষায় থিয়েটার এবং নাটকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি সোনির। তার পরে ছোট পর্দা, বড় পর্দা মিলিয়ে একাধিক কাজ করেছেন তিনি। মেয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের সঙ্গে একই ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি আলিয়ার ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়েই ফাঁপরে পড়লেন সোনি।

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়ো দুই মেয়ে আলিয়া এবং শাহীনের ছোটবেলার গল্প শোনাচ্ছিলেন সোনি। সোনি জানান, এক বার দুই মেয়েকে ইকোনমি ক্লাসে রেখে বিমানের ফার্স্ট ক্লাসে বসতে হয়েছিল তাঁকে। তিনি বলেন, ‘‘আমরা তখন মধ্যবিত্ত পরিবার। আমাদের এত সামর্থ্য ছিল না যে তিন জনের জন্য ফার্স্ট ক্লাসের টিকিট কাটব। আমি ফার্স্ট ক্লাসে বসেছিলাম, দুই মেয়েকে বলেছিলাম যে তাদের ইকোনমি ক্লাসেই বসতে হবে। তা শুনে বেশ কষ্ট পেয়েছিল ওরা দু’জনেই।’’

সোনির এই সাক্ষাৎকারের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় সমাজমাধ্যমের পাতায়। নেটাগরিকদের একটা বড় অংশের দাবি, বলিউড তারকাদের মতো ধনীদের আদপে সাধারণ মানুষের জীবনযাপন সম্পর্কে কোনও ধারণাই নেই। সোনির ‘মধ্যবিত্ত পরিবার’ মন্তব্য শুনে আরও চটেছেন তাঁরা। তাঁদের প্রশ্ন, ‘‘এতই যখন মধ্যবিত্ত, তখন নিজের জন্য ফার্স্ট ক্লাসের টিকিট কাটার কী দরকার ছিল? দুই মেয়ের সঙ্গে ইকোনমি ক্লাসেই বসতে পারতেন! তা হলে তো আরও কম খরচ হতো!’’

Advertisement
আরও পড়ুন