sonam kapoor

Sonam Kapoor Baby bump: লন্ডনের পথঘাটে অন্তর্বাসেই ঘুরপাক, চোখ টানল সোনমের ‘বেবিমুন’

সোনম কপূর মানেই নতুন ফ্যাশন, নতুন স্টাইল স্টেটমেন্ট। লন্ডনের রাস্তায় অন্তর্বাস পরেই বেরিয়ে পড়লেন নায়িকা। নজরও কাড়লেন যথারীতি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১৮:২৭
অন্তর্বাস পরেই বেরিয়ে পড়লেন নায়িকা।

অন্তর্বাস পরেই বেরিয়ে পড়লেন নায়িকা।

মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পরেই মা হবেন সোনম কপূর। আপাতত লন্ডনে ছুটি কাটাচ্ছেন নায়িকা। সঙ্গী বোন রিয়া কপূর, স্বামী আনন্দ অহুজা। ‌

একে আসন্ন মাতৃত্বের তৃপ্তি, তাতে ছুটির মজা। চুটিয়ে উপভোগ করছেন প্রতিটা মুহূর্ত। সেই ঝলক মিলছে নায়িকার ইনস্টাগ্রামের পোস্টে। লন্ডনে হনিমুনের কথা অনেকেই বলেন। তবে নায়িকা এই ভ্রমণের নাম দিয়েছেন ‘বেবিমুন’৷ লন্ডনের রাস্তায় বোন রিয়ার সঙ্গে দেদার ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া।

Advertisement

মা হতে চলেছেন৷ শরীরে তাই এখন হরেক পরিবর্তন। ফ্যাশন আর স্টাইলে তবু আগের মতোই নজরকাড়া সোনম। সেই প্রমাণ আরও এক বার মিলল ভিনদেশের ছুটিতে। লন্ডনের রাস্তায় অন্তর্বাস আর ওভারকোট চাপিয়ে বেরিয়ে পড়লেন অভিনেত্রী। মাতৃত্বের চিহ্নে ঝলমলে হয়ে। সোনমের সেই ‘বেবিমুন’-এর ছবি ধরা রইল ইনস্টাগ্রামে। সৌজন্যে বোন রিয়া।

স্ফীত পেট ঢাকা দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা নেই৷ বরং রয়েছে নতুন স্টাইল স্টেটমেন্টে নিজেকে মেলে ধরা। দিন কয়েক আগে আবু জানি সন্দীপ খোসলার পোশাকে সামনে এসেও ভক্তদের রীতিমতো চমকে দিয়েছিলেন নায়িকা। সাত মাসের অন্তঃসত্ত্বা সোনম। এখন শুধুই সেই বিশেষ দিনটির অপেক্ষায় প্রহর গোনা।

Advertisement
আরও পড়ুন