Sonakshi Sinha

‘আমার মেয়ে এমন একজনকে বিয়ে করল...’, সোনাক্ষীর দাম্পত্য নিয়ে কী মন্তব্য করলেন তাঁর মা?

কপিল শর্মার অনুষ্ঠানে শত্রুঘ্ন সিন্হার সঙ্গে এসেছিলেন স্ত্রী পুনম। সেখানেই দাবি করলেন, জ়াহির নয়, সোনাক্ষীই নাকি বেশি ভালবাসেন জ়াহিরকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৪:৩৪
Sonakshi Sinha’s mother Poonam Sinha made a comment on zaheer Iqbal

সোনাক্ষী-জ়াহিরের দাম্পত্য নিয়ে মন্তব্য পুনম সিন্‌হার। ছবি: সংগৃহীত।

চলতি বছরে গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে চার হাত এক করেছেন তাঁরা। ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে বিতর্কও কম হয়নি। তবে নিন্দকদের মুখ বন্ধ করে সুখের মুহূর্তের ছবি প্রায়ই সমাজমাধ্যমে ভাগ করে নেন তারকা দম্পতি। এ বার মেয়ের দাম্পত্য নিয়ে মুখ খুললেন তাঁর মা পুনম সিন্‌হা।

Advertisement

কপিল শর্মার অনুষ্ঠানে শত্রুঘ্ন সিন্হার সঙ্গে এসেছিলেন স্ত্রী পুনম। সেখানেই দাবি করলেন, জ়াহির নয়, সোনাক্ষীই নাকি বেশি ভালবাসেন জ়াহিরকে। পুনম বলেন, “আমার মা বলতেন, তাঁকেই বিয়ে করবে, যে তোমাকে বেশি ভালবাসে। আমি কিন্তু সেটাই করেছি। কিন্তু আমার মেয়ে এটা কী করল? এমন একজনকে বিয়ে করল, যাঁকে ও বেশি ভালবাসে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাক্ষীও। মায়ের কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, “এটা নিয়ে তর্ক হতে পারে। জ়াহির মনে করে, ও আমাকে বেশি ভালবাসে। আবার আমি মনে করি, আমি জ়াহিরকে বেশি ভালবাসি। কোন সত্যকে মান্যতা দেওয়া হবে, সেটা একটা বিষয়।”

এই কথোপকথনের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। পুনমের মন্তব্যের সমালোচনাও করেছেন নেটাগরিকের একাংশ। তবে বিষয়টি সামাল দেওয়ায় সোনাক্ষীর প্রশংসা হচ্ছে নেটপাড়ায়। এক নেটাগরিকের কথায়, “সোনাক্ষী খুব ভাল সামাল দিয়েছেন পরিস্থিতি। সত্যিই ছেলেটার (জ়াহির) জন্য খারাপ লাগছিল।” আর এক নেটাগরিকের কথায়, “পুরো এপিসোডটা দেখেই খুব অস্বস্তি হচ্ছিল।”

চলতি বছরের ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেছেন সোনাক্ষী ও জ়াহির। তবে কোনও ধর্মীয় আচার ছিল না তাঁদের বিয়েতে। আইনি বিয়ে সেরে এক বড় প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারকা দম্পতি।

Advertisement
আরও পড়ুন