Pushpa 2: The Rule

কম বাজেটে সামান্থার বদলে শ্রীলীলা! ‘পুষ্পা ২’-এর পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

‘পুষ্পা ২: দ্য রুল’-এর আইটেম গানের প্রস্তাব নাকি প্রথমে গিয়েছিল সামান্থার কাছেই। তার পরে এই প্রস্তাব দেওয়া হয় শ্রদ্ধা কপূরকে। কিন্তু শ্রদ্ধার চাওয়া পারিশ্রমিক শুনে পিছিয়ে যান ছবির নির্মাতারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৩:০৪
Sreeleela opened about her remuneration for Allu Arjun starrer Pushpa 2 The Rule

সামান্থার সঙ্গে তুলনা চলছে শ্রীলীলার। ছবি: সংগৃহীত।

নেটপাড়ায় ট্রেন্ডিং ‘পুষ্পা ২: দ্য রুল’-এর গান ‘কিসিক’। পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই গান। প্রকাশ্যে এসেছে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার নাচের ঝলকও। তার পরেই শুরু হয়েছে তুলনা। নেটাগরিকের একাংশের দাবি, শ্রীলীলার ‘কিসিক’ কোনও ভাবেই সামান্থা রুখ প্রভুর ‘উ আন্টাভা’-কে ছুঁতে পারেনি। আবার কিছু মানুষের পর্যবেক্ষণ, শ্রীলীলাকে যেন সামান্থার মতো করেই সাজিয়ে তোলা হয়েছে।

Advertisement

‘পুষ্পা ২: দ্য রুল’-এর আইটেম গানের প্রস্তাবও নাকি প্রথমে গিয়েছিল সামান্থার কাছেই। তার পরে এই প্রস্তাব দেওয়া হয় শ্রদ্ধা কপূরকে। কিন্তু পারিশ্রমিক শুনে পিছিয়ে যান ছবির নির্মাতারা। তার পরেই শ্রীলীলাকে বেছে নেওয়া হয়। শোনা যাচ্ছে, শ্রীলীলা এই আইটেম গানের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অন্য দিকে ‘উ আন্টাভা’র জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি টাকা পারিশ্রমিক।

সামান্থার থেকে কম পারিশ্রমিক নেওয়ার ব্যাপারেও সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় শ্রীলীলাকে। সেই সাক্ষাৎকারে শ্রীলীলা জানিয়েছিলেন, প্রযোজকের সঙ্গে পারিশ্রমিক নিয়ে নাকি তাঁর কোনও আলোচনাই হয়নি। তাই পারিশ্রমিক নিয়ে তিনি মন্তব্য করতে চান না।

এখনও পর্যন্ত শ্রীলীলার ‘কিসিক’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ছবিতে নাকি এই গানের বিশেষ ভূমিকা রয়েছে। তাই নাচের সম্পূর্ণ ভিডিয়ো নাকি ছবি মুক্তি পাওয়ার পরই দর্শক দেখতে পাবেন। অল্লু অর্জুন অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে পাঁচ ভাষায়— তেলুগু, তামিল, বাংলা, কন্নড়, মালয়ালম ও হিন্দিতে। আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। অল্লুর বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা।

Advertisement
আরও পড়ুন