Sonakshi Sinha-Zaheer Iqbal

বিয়ের ছ’মাসের মাথায় কি অন্তঃসত্ত্বা? ‘সুখবর’ নিয়ে মুখ খুললেন সোনাক্ষী-জ়াহির

বলিউডে গুঞ্জন ছড়ায়, সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! সেই নিয়ে চর্চাও হয় বিস্তর। এ বার সেই গুঞ্জন নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৫
Sonakshi Sinha revealed whether she is pregnant or just gained some weight

সোনাক্ষী-জ়াহিরের কোলে আসছে নতুন সদস্য? ছবি: সংগৃহীত।

চলতি বছর জুন মাসে বিয়ে করেছেন সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। বিয়ের পরেই ছুটে গিয়েছিলেন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে বেরোনোর সময় ধরা পড়েছিলেন ছবিশিকারিদের ক্যামেরায়। তখনই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! সেই নিয়ে চর্চাও হয় বিস্তর। তার পর ফের এক অনুষ্ঠানে দম্পতিকে দেখা যায় অদিতি রাও হায়দারি ও তাঁর স্বামী সিদ্ধার্থর সঙ্গে। সেখানেও সোনাক্ষীকে দেখা যায় ঈষৎ পৃথুল চেহারায়। ফলে আরও একপ্রস্ত আলোচনা শুরু হয় তাঁর আসন্ন মাতৃত্ব নিয়ে। এ বার সেই গুঞ্জন নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। বললেন, “আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।”

Advertisement

বিয়ের পরে, নবদম্পতির কাছে আসতেই থাকে একের পর এক নিমন্ত্রণ। খাওয়াদাওয়ার পর্ব লেগেই থাকে। সোনাক্ষী-জ়াহিরও কি বিয়ের পর এমন আমান্ত্রণে সাড়া দিয়েছেন? প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেন, “হ্যাঁ এমন বহু আমন্ত্রণ এসেছে। আর এখানেই আমি বলতে চাই, আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি। এই তো কিছু দিন আগে আমাদের হঠাৎ একজন শুভেচ্ছা জানালেন। আরে! আমরা কি নিজেদের বিয়ের এই সফরটা একটু উপভোগও করতে পারব না?”

এ কথা বলার সঙ্গে সঙ্গে জ়াহির মজা করে বলেন, “শুভেচ্ছা জানানোর পরের দিনই সোনাক্ষী ডায়েট মেনে চলতে শুরু করেছে।” সোনাক্ষী আরও বলেন, “বিয়ের পরে কয়েকটা মাস হয়েছে। আমরা সত্যিই ঘুরে বেড়াচ্ছি। এই নিয়েই ব্যস্ততা চলছে। আমরা উপভোগ করছি। লোকজনও আমাদের মধ্যাহ্নভোজ বা নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে চলেছেন।” ফের জ়াহির মজা করে বলেন, “আমরা আমাদের পোষ্য সারমেয়র সঙ্গে একটা ছবি দিয়েছিলাম। সেটা দেখেও কয়েক জন বলতে লাগলেন, সোনাক্ষী অন্তঃসত্ত্বা।” অভিনেত্রীর কথায়, “লোকজন পাগল হয়ে গিয়েছে।”

বিয়ের আগে টানা সাত বছর সম্পর্কে ছিলেন সোনাক্ষী ও জ়াহির। ২৩ জুন বসেছিল তাঁদের বিয়ের আসর। তবে বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। ঘরোয়া আবহেই বিয়ে সেরেছিলেন দু’জনে। পরে বিলাসবহুল রেস্তঁরায় আয়োজন করা হয়েছিল প্রীতিভোজের।

Advertisement
আরও পড়ুন