Shehnaaz Gill on Sona Mohapatra

ওঁর প্রতিভা ঠিক কোথায়, কী কারণে শেহনাজ়ের উপর চটলেন সোনা?

আজান শুনে গান থামিয়ে দেন শেহনাজ়। তাতেই তাঁকে নিয়ে প্রশংসার বন্যা টুইটারে। কিন্তু সোনা মহাপাত্রের কটাক্ষের মুখে ‘পঞ্জাবের ক্যাটরিনা’।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০২
Sona Mohapatra tweets about shehnaaz Gill, said I don\'t know her talent

শেহনাজের প্রতিভা নিয়ে প্রশ্ন তুললেন সোনা মহাপাত্র। — ফাইল চিত্র।

ঠোঁটকাটা বলে বেশ দুর্নাম রয়েছেন গায়িকা সোনা মহাপাত্রের। বিভিন্ন সময়ে তাঁর করা মন্তব্যের কারণে বিড়ম্বনায় পড়েছেন শিল্পী। তবে তাতে থোড়াই কেয়ার। সোনার রয়েছেন আপন ছন্দে। এ বার সোনার রোষের মুখে বিগ বস ১৩-র সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগী শেহনাজ় গিল। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে আজান শুনে গান থামিয়ে দেন শেহনাজ়। তাতেই তাঁকে নিয়ে প্রশংসার বন্যা বইতে শুরু করে টুইটারে। সেখানেই আপত্তি সোনার। তাঁর কথায়, ‘‘এত মাতামাতি করার কী হয়েছে, বুঝতে পারছি না।’’ শেহনাজ় বিগ বসের ঘরে মিটু অভিযুক্ত সাজিদ খানকে সমর্থন করেছেন, সে কথা মনে করিয়ে দেন গায়িকা।

Advertisement

বিগ বস ১৬-র ঘরে সাজিদ খানের থাকা নিয়ে আপত্তি তুলেছিলেন শিল্পী। সলমন খানকে ধিক্কার জানিয়ে ‘বিগ বস ১৬’-র প্রতিযোগী সাজিদকে বরখাস্ত করার দাবি জানান। তাতে কাজ হয়নি। যখন শেহনাজ়ের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রশংসা কুড়িয়েছে, সমাজমাধ্যমে সোনা পাল্টা ঝড় তুলেছেন। গায়িকার কথায়, ‘‘আজ শেহনাজ়ের এত সম্মান দেখে মনে পড়ে যাচ্ছে, কী ভাবে এক হেনস্থাকারীর সমর্থন করেছেন এঁরা।’’

সেখানেই থামেননি গায়িকা। সোনা লেখেন, ‘‘নিম্ন মানের রিয়্যালিটি শোয়ের থেকে পাওয়া জনপ্রিয়তা ছাড়া ওঁর প্রতিভা ঠিক কোথায়! আসলে শেহনাজ়ও জ্যাকলিন ফার্নান্ডেজ়ের মতো তারকা। যাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সকলে।’’ যদিও সোনার এ হেন মন্তব্যে গায়িকাকে পাল্টা জবাব দিয়েছেন শেহনাজ়ের অনুরাগীরা। খুব শীঘ্রই সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি দিয়ে পর্দায় আত্মপ্রকাশ করার কথা তাঁর। তবে তার আগে থেকেই স্পটলাইটে শেহনাজ়।

Advertisement
আরও পড়ুন