Monali Thakur

মঞ্চেই রাগে ফেটে পড়লেন মোনালি! হঠাৎই কেন অনুষ্ঠান বন্ধ করতে হল গায়িকাকে?

রবিবার বারাণসীতে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন মোনালি। সেখানে মেজাজ হারিয়ে মঞ্চ থেকে নেমে যান গায়িকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৮
Singer Monali Thakur lost her cool and ended her show midway

রাগের মাথায় মঞ্চ ছাড়লেন মোনালি। ছবি: সংগৃহীত।

অনুষ্ঠান চলাকালীন হঠাৎই মেজাজ হারালেন মোনালি ঠাকুর। রাগের চোটে মাঝপথে গান বন্ধ করে মঞ্চ ছাড়লেন তিনি। রবিবার বারাণসীতে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন মোনালি। সেখানে মেজাজ হারান। শ্রোতাদর্শকদের কাছে দুঃখপ্রকাশ করে মঞ্চ থেকে নেমে যান গায়িকা। সেই মুহূর্তের ভিডিয়ো এখন সমাজমাধ্যমে ভাইরাল।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, শ্রোতাদের কাছে ক্ষমা চাইছেন মোনালি। সে সময়ই আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করছেন। মঞ্চ তৈরির ক্ষেত্রে নাকি বহু গাফিলতি ছিল। পরিকাঠামো নিয়েও নানা অভিযোগ গায়িকার। মোনালি বলেছেন, “আমি খুবই দুঃখ পেয়েছি। আমি ও আমার দল এই অনুষ্ঠানে আসার জন্য খুবই উচ্ছ্বসিত ছিলাম। পরিকাঠামো নিয়ে আর মুখ খুললাম না। এটা তো আয়োজকদের দায়িত্ব। কিন্তু মঞ্চটা যে ভাবে বানানো হয়েছে, তা আমি বলে বোঝাতে পারব না।”

গায়িকা আরও বলেন, “আমার গোড়ালিতে বড় চোট লাগতে পারে। ওদের কিন্তু আমি জানিয়েছিলাম। আমার নৃত্যশিল্পীরা আমাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু সব কিছু অগোছালো এখানে। আমি তবুও চেষ্টা করছিলাম, কারণ আপনাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। আপনারা আমার জন্যই এখানে এসেছেন। তাই আপনাদের কাছে আমিই দায়বদ্ধ।”

মোনালি জানান, তিনি কখনওই নিজের দায় এড়িয়ে যেতে চান না। দায়িত্ব পালন করতে ভালবাসেন। দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করে মোনালি বলেন, “আমি ক্ষমাপ্রার্থী যে আমাকে এই অনুষ্ঠান এখানেই থামাতে হচ্ছে। কিন্তু এখানেই আমি ফের অনুষ্ঠান করতে আসব, কথা দিচ্ছি। এর থেকে অনেক ভাল অনুষ্ঠান আপনাদের সকলের জন্য আয়োজন করতে পারব বলে মনে হয়। তাই দয়া করে আমাকে ক্ষমা করবেন।”

Advertisement
আরও পড়ুন