Payal Kapadia

দেশের প্রতিনিধি নয়, তবুও অস্কারে পায়েলের কান-জয়ী ছবি! কী জানালেন পরিচালকের আপ্তসহায়ক?

প্রশ্ন উঠেছিল, কান চলচ্চিত্র উৎসব ফেরত পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইট’ কেন ভারত থেকে এই দৌড়ে থাকতে পারল না? তবে এখন বিশ্বস্ত সুত্রে জানা যাচ্ছে যে, মরাঠি পরিচালকের এই ছবি জায়গা করে নিয়েছে ৯৭ তম অস্কারের মূল বিভাগেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৫
Payal Kapadia’s film ‘All We Imagine as Light’ to compete in the main categories at the Oscars

অস্কারের দৌড়ে পায়েল কাপাডিয়ার ছবি। ছবি: সংগৃহীত।

অস্কার দৌড় থেকে সম্প্রতি ছিটকে গিয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ়’। গত সেপ্টেম্বর মাসে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, আগামী বছরে অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে আমির খান প্রযোজিত ছবিটি। সেই সময়েই প্রশ্ন উঠেছিল, কান চলচ্চিত্র উৎসবে ‘গ্রাঁ প্রি’ জিতে নেওয়া পায়েল কাপাডিয়ার কন্নড় ছবি ‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইট’ কেন এই দৌড়ে থাকল না? ভারতীয় বিচারকমণ্ডলীর তরফে তখন বলা হয়েছিল, পায়েলের ছবিটা ‘যথেষ্ট’ ভারতীয় নয়। কিন্তু এখন জন যাচ্ছে মরাঠি পরিচালকের এই ছবি জায়গা করে নিয়েছে ৯৭তম অস্কারে মূল বিভাগেই।

Advertisement

মূল বিভাগ অর্থাৎ সেরা ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্যের দৌড়ে পায়েল পরিচালিত এই ছবি থাকছে বলেই খবর। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে পায়েলের আপ্ত সহায়ক খবরটি নিশ্চিত করেছেন। যদিও এই বিষয়ে এখনই কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ পরিচালক। আপ্তসহায়ক আরও জানিয়েছেন, বর্তমানে পায়েল বিরতিতে রয়েছেন। তাই এখনই অস্কার মনোনয়ন প্রসঙ্গে কোনও মন্তব্য তিনি করতে ইচ্ছুক নন।

২০২৪-এর কান চলচ্চিত্র উৎসবে ‘গ্রাঁ প্রি’ সম্মান পেয়েছে পায়েলের ছবি ‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইট’। প্রায় তিরিশ বছর পর কোনও ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পায়। কানের সর্বোচ্চ সম্মান ‘পাম দ্য’অর’ অল্পের জন্য হাতছাড়া হলেও, উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘গ্রাঁ প্রি’ পুরস্কার জিতে নেয় পায়েলের ছবি। এই ছবি সম্পর্কে আনন্দবাজার অনলাইনকে পায়েল আগেই বলেছিলেন, “আমরা এই সাফল্য আশাই করিনি। প্রযোজকের সঙ্গে কথা হচ্ছিল। ২০২৩ সালের ১৭ নভেম্বর আমরা ছবির শুটিং শেষ করেছিলাম। এক বছর পেরিয়ে গেল। ছবিটি শেষ করার পরে স্বস্তির শ্বাস নিয়ে ভেবেছিলাম, আমরা পেরেছি। খুব মন দিয়ে কোনও কাজ করলে, অনেক দূর পর্যন্ত যেতে হয়। কতগুলো ধাপ পেরোতে হয়েছে কাজটা শেষ করতে! কাজটা সম্পূর্ণ হওয়ার পরেই তাই একটা সন্তুষ্টি কাজ করছিল। ছবির যথাযথ অর্থলগ্নি জোগাড় করতেই অনেকটা সময় লেগেছিল। কাজটা যে শেষ করতে পেরেছি, এটি নিয়েই আমরা খুব উচ্ছ্বসিত ছিলাম।”

এখন অস্কার মনোনয়ন প্রসঙ্গে পায়েল নিজে কবে মুখ খুলবেন, তার অপেক্ষা করতেই হবে। পায়েলের আপ্তসহায়ক অনবদাবাজার অনলাইনকে জানিয়েছেন, “এই মুহূর্তে এটুকুই বলতে পারি, পায়েলের ছবিটি প্রথম থেকেই অস্কার দৌড়ে সামিল ছিল”। সিনেমা বিশেষজ্ঞদের একাংশের ধারণা, মনোনয়ন পেলে পায়েলের ছবিটি অস্কারে ভাল ফল করতে পারে।এখন অপেক্ষা পায়েল স্বয়ং কবে এ বিষয়ে মুখ খোলেন।

Advertisement
আরও পড়ুন