Iman Chakraborty

ভালবাসার ‘লাইভ’ সম্প্রচার! নিজস্বীতে নীলাঞ্জনের গালে চুমু খেলেন ইমন

রিল ভিডিয়ো দেখে শুভেচ্ছার বানভাসি ইমনের সামাজিক পাতায়। এক নেটাগরিক রসিকতা করেছেন, ‘নিজের গানে প্রেম করার মজাই আলাদা!’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২১ ২০:৫২

ছবি: ইনস্টাগ্রাম

উষ্ণ দুপুরে উষ্ণতম কাপল গোলস! এমনটাই হল শুক্রবারে, দিনে দুপুরে। মুঠোফোনে ‘লাইভ’ নিজস্বীতে নীলাঞ্জন ঘোষ। সেই অবস্থাতেই তাঁর গালে বড়সড় চুমু খেলেন ইমন চক্রবর্তী। একটা নয়, দু-দুটো চুমু! তারকা দম্পতির বিয়ের আগের উষ্ণ মুহূর্ত একটা সময় নেটমাধ্যমে ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ ছিল। বিয়ের পরে এমন মিষ্টি দাম্পত্য তেমন একটা দেখতে পান না নেটাগরিকেরা। সপ্তাহান্তের প্রথম দিন তাই তাজা ‘নীলামন’-এর মিষ্টি প্রেমে।

পটভূমিকায় কোনার্কের মন্দির। হাজারো ব্যস্ততার ফাঁকে অল্প সময় চুরি করেছেন নিজেদের জন্য। সেখানেই একান্তে গানে গানে ইমন তাঁর দাম্পত্য প্রেম জানিয়েছেন। নেপথ্যে বেজেছে ইমনের গাওয়া ‘মুখার্জিদার বউ’ ছবির জনপ্রিয় গান, ‘ও জীবন তোমার সাথে কাটাব রূপকথাতে’।

Advertisement

রিল ভিডিয়ো দেখে শুভেচ্ছার বানভাসি ইমনের সামাজিক পাতায়। এক নেটাগরিক রসিকতা করেছেন, ‘নিজের গানে প্রেম করার মজাই আলাদা!’ আরেক জন জানতে চেয়েছেন, ‘পরের ছোটটা কি ফাউ দিলে?’ কিছুদিন আগেই এক সন্ধেয় লাইভে এসেছিলেন ইমন। অনুরাগীদের সঙ্গে কিছু সময় কাটাবেন, পরিকল্পনা ছিল তাঁর। তখনও না বলেই হঠাৎ হাজির হয়েছিলেন নীলাঞ্জন। নতুন বৌয়ের সঙ্গে ছোট্ট খুনসুটি সেরেই বিদায় নিয়েছিলেন তিনি।

বাগদান সারার পর থেকেই নীলাঞ্জন-ইমন খুল্লমখুল্লা প্রেম করেছেন। বেশির ভাগ সময় তাঁরা হারিয়ে গিয়েছেন পাহাড়ি বাঁকে। সেখানেই খোলা আকাশের নীচে নীলাঞ্জনের কোলে নিশ্চিন্তে মাথা রেখেছেন শিল্পী। ভালবাসার মানুষের হাতে হাত রেখে চোখ বুজে হারিয়ে গিয়েছেন রূপকথার দেশে।

Advertisement
আরও পড়ুন