কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।
দেশের বিভিন্ন প্রান্তে মাদক চক্র ধ্বংস করা্র কাজে ভারত অনেকটাই সফল হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে একই সঙ্গে আজ তিনি বলেছেন, ডার্ক ওয়েব, ক্রিপ্টো কারেন্সি, অনলাইন বাজারে প্রতারণা ও ড্রোনের অপব্যবহারের বিষয়গুলি এখনও দেশের সামনে চ্যালেঞ্জ হিসেবে রয়ে গিয়েছে।
নয়াদিল্লিতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজিত ‘মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা’ সংক্রান্ত সম্মেলনে যোগ দিয়ে অমিত শাহ বলেন, ভারতের ভিতর ও বাইরে থেকে এক কেজি মাদকের চোরাকারবারও সহ্য করা হবে না। মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য দাবি করেছেন, ভারতে মাদক পাচারের অনেক চক্রই নষ্ট করে দিতে সফল হয়েছে সরকার। জম্মু-কাশ্মীর, পঞ্জাব, গুজরাত, উত্তরপ্রদেশে সন্ত্রাসবাদের সঙ্গে মাদক চক্রের যে জাল ছড়িয়ে রয়েছে, তার অনেকগুলি ধরা সম্ভব হয়েছে। অমিত বলেন, ‘‘দেশে গত দশ বছরে, আগের বছরগুলির তুলনায় সাতগুণ বেশি মাদক ধরা পড়েছে। এটা অনেক বড় সাফল্য।’’ তাঁর দাবি, ২০২৪ সালে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ও বিভিন্ন রাজ্যের পুলিশ মিলে প্রায় ১৬ হাজার ৯১৪ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে এটা সবচেয়ে বড় পদক্ষেপ।
তবে এই সময়ে ডার্ক ওয়েব, ক্রিপ্টো কারেন্সি, অনলাইন বাজারে প্রতারক চক্র ও ড্রোনের অপব্যবহারের মতো বিষয়গুলি দেশের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং এই সব বিষয়ে বিশেষজ্ঞদের সাহায্য নিয়েই সমাধানের পথ খুঁজে বের করতে হবে।