Shweta Tiwari

Shweta Tiwari: প্রাক্তন স্বামীর সঙ্গে আইনি যুদ্ধে জয় শ্বেতার, ‘আর হয়রান করবে না’, খুশি অভিনেত্রী

গত দু’বছর ধরে ছেলে কার জিম্মায় থাকবে, তা নিয়ে আদালতে লড়াই চালাচ্ছিলেন শ্বেতা এবং অভিনব।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ১৮:২১
শ্বেতা তিওয়ারি এবং অভিনব কোহলী।

শ্বেতা তিওয়ারি এবং অভিনব কোহলী।

অবশেষে যুদ্ধে জয় হল শ্বেতা তিওয়ারির। বছর পাঁচেকের ছেলে রেয়াংশ কার কাছে থাকবে, তা নিয়ে আদালতে প্রাক্তন স্বামী অভিনব কোহলীর সঙ্গে মামলা চলছিল তাঁর। আদালত জানিয়েছে, ছেলে থাকবে শ্বেতার কাছেই। এই রায়ের পর খানিক স্বস্তি প্রকাশ করেছেন শ্বেতা। তিনি আশা করছেন, অভিনব আর তাঁকে ‘হয়রান’ করবেন না।

গত দু’বছর ধরে ছেলে কার জিম্মায় থাকবে, তা নিয়ে আদালতে লড়াই চালাচ্ছিলেন শ্বেতা এবং অভিনব। কয়েক মাস আগে শ্বেতার বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছিলেন তিনি। বলেছিলেন, একটি অনুষ্ঠানের জন্য ছেলেকে হোটেলে ফেলে দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছিলেন তিনি। শ্বেতার কথায়, “আশা করছি এ বার ও আমাকে হয়রান করবে না। এই দু’বছরে রেয়াংশকে নিয়ে অনুষ্ঠানের জন্য দিল্লি, পুণে যেখানেই যাই না কেন, অভিনব আমার পিছন পিছন এসেছে। ঝামেলা করেছে। এই ঘটনাগুলি আমাকে এবং আমার সন্তানকে মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলত।”

Advertisement

শ্বেতার অভিযোগ, অভিনব প্রমাণ করার চেষ্টা করতেন রেয়াংশ শ্বেতার সঙ্গে ভাল নেই। এমনকি শ্বেতা রেয়াংশকে অপহরণ করেছেন বলেও অভিযোগ করেছিলেন অভিনব। কিন্তু অবশেষে জয় হল শ্বেতার। ছেলেকে নিয়ে এ বার নিশ্চিন্তে দিনযাপন তাঁর।

Advertisement
আরও পড়ুন