Nusrat Jahan

Nusrat- Mimi: পুজোর আগেই ফের টক্কর, নিখিলের বস্ত্র বিপণি নয়, নতুন সংস্থার পুজো-মুখ নুসরত!

প্রচারের ছোট্ট ঝলকে নুসরত জাহান যেন বুঝিয়ে দিলেন, তিনিও পিছিয়ে নেই!

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ১৬:৪৮
 জাতীয় স্তরের এক পোশাক বিপণন সংস্থার পুজো-মুখ হিসেবে হাজির সাংসদ-অভিনেত্রী।

জাতীয় স্তরের এক পোশাক বিপণন সংস্থার পুজো-মুখ হিসেবে হাজির সাংসদ-অভিনেত্রী।

দ্বন্দ্ব জিইয়ে রাখলেন নিখিল জৈন-নুসরত জাহান। এ বার তাঁদের টক্করের বিষয় পুজোর বিজ্ঞাপনী প্রচার! সম্পর্ক ভাঙতেই অভিনেত্রী যে বস্ত্র ব্যবসায়ীর সংস্থার বিজ্ঞাপনে থাকবেন না, তা স্বাভাবিক। তাঁর জায়গায় নিখিলের বস্ত্র বিপণির নতুন মুখ ত্রিধা চৌধুরী, পূজা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে পুরুষের পোশাকের মুখ হয়ে ময়দানে নেমে পড়েছেন নিখিল স্বয়ং। তাই দেখে প্রশ্ন উঠেছিল, নুসরত কি এ বছর পুজো-পোশাকের বিজ্ঞাপনী প্রচার থেকে দূরেই থাকবেন? শুক্রবার সেই প্রশ্নের জবাব দিলেন তিনি। জাতীয় স্তরের এক পোশাক বিপণন সংস্থার পুজো-মুখ হিসেবে হাজির সাংসদ-অভিনেত্রী। প্রচারের ছোট্ট ঝলকে যেন বুঝিয়ে দিলেন, তিনিও পিছিয়ে নেই! নেটমাধ্যমে তাঁর এই পুজো-প্রচার পছন্দ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘বোনুয়া’কে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। প্রসঙ্গত, এ দিন থেকেই তাঁর নতুন ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’-র কাজ শুরু হওয়ার কথা রাজারহাটে।

Advertisement

পুজো-মুখ হওয়ার পাশাপাশি নুসরত জানালেন, এ বারের পুজোয় নিজেকে কেমন সাজে সাজাবেন নিজেকে? ইনস্টাগ্রামের প্রচার ঝলক বলছে, সনাতনী সাজেই সাজবেন তিনি। যেমন, পোশাক হিসেবে বেছে নেবেন নানা ধরনের পা ছোঁয়া কুর্তি, লেগিংস, প্যারালাল। সঙ্গে মানানসই দোপাট্টা। এই সাজ আরও সুন্দর করতে ঈশান-জননী বেছে নিয়েছেন হাল্কা লিপস্টিক, কাজল, আর রকমারি জাঙ্ক গয়না। খোলা চুলে, ছোট্ট টিপে খুব মিষ্টি দেখিয়েছে তাঁকে।

মাত্র এক মাস আগে মা হয়েছেন। সবাই ভেবেছিলেন, এ বছর হয়তো অবসরেই কাটবে নুসরতের পুজো। অভিনেত্রী সেই পথে হাঁটেননি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও বিজ্ঞাপনী ছবি তুলেছেন। মাত্র এক মাসের মধ্যে আগের মতোই প্রায় ছিপছিপে হয়ে কাজের দুনিয়ায় ফিরেছেন তিনি। নুসরতের নতুন ছবির পরিচালক সুদেষ্ণা রায়ের কথায়, ঠিক দশভুজার মতোই একসঙ্গে ছেলে, নিজের পেশা আর সংসার সামলাচ্ছেন তাঁর নায়িকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement