পৌষের শুরুতে বৃষ্টিভেজা কলকাতা। নাগরিকদের গায়ে শীতের পোশাক, মাথায় ছাতা। ছবি: পিটিআই।
লোকজনের গলায় মাফলার, গায়ে জ্যাকেট, এ দিকে হাতে ছাতা। পৌষের শুরুতে এই ছবিই দেখা গেল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দিনভর বৃষ্টির সম্ভাবনা শনিবার। তার পরেই রাতের তাপমাত্রা কমতে পারে। যদিও সেই ঠান্ডা স্থায়ী হবে না। রবিবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কবে থেকে আবার জাঁকিয়ে পড়বে শীত, তা এখনও স্পষ্ট নয়। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যদিও রবিবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বড়দিনে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতা- সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি চলবে। তবে জেলার সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণের সব জেলায় কুয়াশার জন্যও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার সারা দিন বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে দু’দিন আবার দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। পরের দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে অশান্ত থাকতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে বারণ করেছে আবহাওয়া দফতর।
দক্ষিণের মতো উত্তরবঙ্গেও রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু দার্জিলিঙে ওই দিন হালকা বৃষ্টি হতে পারে। সেখানে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে দার্জিলিঙে বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সেখানে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।