Shreyas Talpade

টিকা নেওয়ার পর বদল শরীরে! হার্ট অ্যাটাকের জন্য শ্রেয়স দায়ী করছেন ‘কোভিড ভ্যাকসিন’কে!

রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন শ্রেয়স তলপড়ে। এ বার সুস্থ হতেই করোনার টিকাকে দায়ী করলেন তিনি

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ মে ২০২৪ ১৭:৩৬
শ্রেয়স তলপড়ে।

শ্রেয়স তলপড়ে। ছবি: সংগৃহীত।

২০২৩ সালের শেষের দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হন অভিনেতা শ্রেয়স তলপড়ে। ১০ মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল অভিনেতার হৃদ্‌যন্ত্র। রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন তিনি। এ বার সুস্থ হতেই করোনার টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন অভিনেতা।

Advertisement

একটা বড়সড় বিপদের মুখ থেকে ফিরছেন। ঠিক কেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন, সেই প্রসঙ্গে শ্রেয়স বলেন, ‘‘আমি ধূমপান করি না। নিয়মিত মদ্যপানও করি না, মাসে হয়তো একবার পান করি। কোনও ধরনের তামাকজাতীয় জিনিস গ্রহণ করি না। হ্যাঁ, আমার কোলেস্টেরল একটু বেশি ছিল। তবে এখন সেটা স্বাভাবিক। আমি তার জন্য ওষুধ খাচ্ছিলাম, আর তাই এটা স্বাভাবিক প্রক্রিয়াতেই ঠিক হয়েছে। আমার ডায়াবিটিস নেই, উচ্চ রক্তচাপের সমস্যাও নেই। তা হলে কোন কারণে এই রোগে আক্রান্ত হলাম। তা নিয়ে ভাবি। আমার মনে হয়ে কোভিড-১৯য়ের টিকা এর কারণ হতে পারে।’’

কোভিডের টিকা নেওয়ার পর থেকে শরীরে নানা ধরনের পরিবর্তন লক্ষ্ করতে শুরু করেন অভিনেতা। তিনি বলেন, ‘‘করোনার টিকা নেওয়ার পরে আমি বেশ ক্লান্ত লাগত। হতেই পারে এটা কোভিডের টিকা নেওয়ার কারণেই হয়েছে। তবে সেটা ঘটে থাকলে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণটা আমর সত্যিই জানা নেই যে, আমার দেহের ভিতরে কী কারণে কী ঘটেছে। সকলেই ভ্যাকসিন নিচ্ছিল, আমিও তাই নিয়েছিলাম। কোভিড টিকা প্রস্তুতকারক সংস্থাগুলিকে বিশ্বাস করেই নিয়েছি। তবে অতিমারিরর আগে আমার মতো এই ধরনের শারীরিক বিপদে আক্রান্ত হওয়ার ঘটনা শুনিনি।’’

Advertisement
আরও পড়ুন