Shraddha Kapoor

সমসাময়িকেরা এখন সকলেই প্রায় বিবাহিত, শ্রদ্ধার ফোনে কার ছবি ধরা পড়ল?

একাধিক বলি নায়কের সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। অভিনেত্রীর ফোনেই ধরা পড়ল তাঁর প্রেমিকের ছবি!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৪:০০
শ্রদ্ধা কপূরের ফোন জুড়ে রয়েছেন কে?

শ্রদ্ধা কপূরের ফোন জুড়ে রয়েছেন কে? ছবি: সংগৃহীত।

দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা, অনুষ্কা শর্মা, কিয়ারা আডবাণী সমসাময়িক প্রায় সব নায়িকারাই এই মুহূর্তে বিবাহিত। যদিও অভিনেত্রী শ্রদ্ধা কপূর এখনও ‘সিঙ্গল’। বিভিন্ন সময় তাঁকে প্রশ্ন করা হয়েছে তাঁর বিয়ে নিয়ে। কখনও তেমন পোক্ত জবাব দেননি শ্রদ্ধা। অভিনেত্রীর প্রেমিকদের নিয়ে বিস্তর চর্চা বলিপাড়ায়। অভিনেতা আদিত্য রয় কপূরের সঙ্গে সম্পর্ক থেকে ফারহান আখতারের প্রেমজীবন নিয়ে কম জলঘোলা হয়নি। মাঝে অবশ্য শোনা যায় মুম্বইয়ের খ্যাতনামী চিত্রগ্রাহকের সঙ্গে প্রেম করছেন তিনি। এ বার শ্রদ্ধার ফোনের ওয়ালপেপারে ফাঁস তাঁর প্রেমিকের ছবি।

Advertisement

এমনিতেই মুম্বইয়ে তারকারা সর্ব ক্ষণই প্রায় ছবিশিকারিদের নজরবন্দি। কোথায় যাচ্ছেন? কী করছেন? তারকাদের সব কিছুই ক্যামেরাবন্দি করতে চান তাঁরা। একটি রেস্তরাঁ থেকে বেরচ্ছিলেন শ্রদ্ধা। এই দিন অভিনেত্রীর পরনে ছিল গোলাপি জ্যাকেট, নীল রঙের প্যান্ট। যদিও মুখে রূপটানের তেমন কোনও চিহ্ন ছিল না। আলোকচিত্রীদের সঙ্গে সামান্য আলাপচারিতা সেরে শ্রদ্ধা যখন গাড়ির দিকে এগিয়ে যান, ঠিক তখনই ছবিশিকারি ক্যামেরায় ফোকাস করেন শ্রদ্ধার ফোনের ওয়ালপেপারের ছবিতে। খুব একটা স্পষ্ট না হলেও অনুমান করা যায় ছবিটি শ্রদ্ধা ও তাঁর চর্চিত প্রেমিক রাহুল মোদীর। বলিপাড়ার এই চিত্রনাট্যকারের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও বিবৃতি না দিলেও বিভিন্ন সময়ে নানা আকার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। এ বার কি তবে সম্পর্কে সিলমোহর দেবেন শ্রদ্ধা!

Advertisement
আরও পড়ুন